কারিগরী শিক্ষায় যুবসমাজকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব

27

পরিবার থেকে শিশু ও যুবদেরকে নৈতিক এবং মূল্যবোধ শিক্ষা দিতে হবে। যুব সমাজকে নৈতিক ও কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তুলেতে পারলে দেশের উন্নয়ন সম্ভব। জীবনমুখী শিক্ষা যুবদেরকে দুর্নীতিমুক্ত, নৈতিকতা সম্পন্ন সমাজ বিনির্মাণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করবে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ঘাসফুল বাস্থাবায়নাধীন ইয়েস প্রকল্প আয়োজিত সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অতিথিরা এসব কথা বলেন।
গত ২৬ ফেব্রæয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান শিক্ষা কর্মকর্তা ( ডেপুটি সচিব) সুমন বড়–য়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (বায়োজিদ বোস্তামী জোন) এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিত্রান তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক সালেহ আহমদ চৌধুরী, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো: এমদাদুল ইসলাম মিথুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনিস্টিটিউট এর সহকারী অধ্যাপক তাসলিমা আক্তার, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, কোডেকের উপ নির্বাহী পরিচালক কমল সেন গুপ্ত, ব্্র্যাকের জেলা প্রতিনিধি মো: নজরুল ইসলাম মজুমদার, চট্টগ্রাম লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নীতা চাকমা, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা জাহান বেগম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজের মোহাম্মদ মোস্তফা কামাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে কাউন্সিলর গিয়াস উদ্দিন, ঘাসফুল পাবলিকেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক জেসমিন আক্তার। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইয়েস প্রকল্প এর সমন্বয়কারী অমর সাধন চাকমা। প্রকল্পের কার্যক্রমের উপর ডিজিটাল প্রেজেন্টেশান উপস্থাপন করেন প্রকল্পের প্রোগ্রাম ব্যবস্থাপক রবিউল হাসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইয়ুথ ভলান্টিয়ার নিবেদিতা পাল। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দসহ ইয়েস প্রকল্পের কর্মকর্তাগণ প্রমুখ। বিজ্ঞপ্তি