কারাগারে বিএনপির ২৮ নেতাকর্মী

84

খুলশী ও পাঁচলাইশ থানায় দায়েরকৃত মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।
হাইকোর্টের দেয়া ৬ সপ্তাহের আগাম জামিন শেষে গতকাল বৃহস্পতিবার বিচারক আকবর হোসেন মৃধার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। আদালত জামিন নামঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুলশী থানার মামলায় ২৬ জন ও পাঁচলাইশ থানার মামলায় ২ জন আসামি রয়েছেন। এর মধ্যে নগর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালসহ বেশ কয়েকজন নেতাকর্মী সম্প্রতি কারাভোগ করেছেন।
আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ এরফানুর রহমান বলেন, হাইকোর্টের ৬ সপ্তাহ আগাম জামিন শেষে সবাই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপ্ন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল হালিম শাহ আলম, জাহাঙ্গীর আলম দুলাল ও মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ রয়েছেন।