কারখানা সচল রাখতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য

511

প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (পিএসডিইবি) কেন্দ্রীয় (২০১৯-২০২১) কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল গত ১৭ মে শুক্রবার বিকালে নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) প্রকৌশলী সুদীপ বসাক। প্রকৌশলী তোষাদ রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র সভাপতি প্রকৌশলী আবু তাহের, সাধারণ সম্পাদক প্রকৌশলী জসীম উদ্দীন, স্যানম্যান গ্রæপের জিএম প্রকৌশলী হেলাল উদ্দীন আহমেদ, ট্রেডলিংক গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এবিএম সারদুল করিম ছগীর, ডায়মন্ড সিমেন্টের সিনিয়র ম্যানেজার ও বিভাগীয় প্রধান (ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক) প্রকৌশলী কাজী শাহে এমরান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক প্রকৌশলী আকবর খান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মহিউদ্দিন। বক্তব্য রাখেন প্রকৌশলী এনামুল হক সাগর, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক প্রকৌশলী সুপন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আশরাফ সাহেদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাজীব চৌধুরী। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীগণ কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের প্রতিটি শিল্প-কারখানা সচল রাখার ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। বিজ্ঞপ্তি