কামলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ঈদগাঁওবাসী

58

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করতে ঈদগাঁওবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। তাদের কাক্সিক্ষত উন্নয়নের জন্য কমলই যোগ্য নেতা। এখানে বিগত ৫ বছরে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। এর ধারবাহিকতা ধরে রাখতে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে ঈদগাঁওবাসী ঐক্যের প্রমাণ দিবে।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে মহাজোট প্রার্থী সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সমর্থনে গতকাল শনিবার বিকালে ঈদগাঁও হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সাইমুম সরওয়ার কমল বলেন, আবার সংসদ সদস্য নির্বাচিত হলে ঈদগাঁওকে উপজেলায় রূপান্তর করা হবে। কক্সবাজার, সদর ও রামুর উন্নয়ন আরো এগিয়ে নিতে প্রয়োজন শেখ হাসিনার সরকার। এজন্য মানুষ এখন নৌকায় আশ্রয় নিয়েছে। তিনি ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনতার প্রতি আহব্বান জানান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ। বিশেষ বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এড. একরামুল হুদা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হিমু, দীর্ঘমানব আলী জিন্নাত, ছাত্রনেতা রাশেদ উদ্দিন রাসেল।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নুরুল আজিম, প্রবীণ আওয়ামী লীগের নেতা মমতাজুল আলম, সহ সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ মহিদ, পোকখালী আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমদ, চৌফলদন্ডী আওয়ামী লীগের সভাপতি এহছানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, জালালাবাদ আওয়ামী লীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ঈদগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, জেলা যুবলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা যুবলীগ সহ সভাপতি ওসমান সরওয়ার ডিপো ও মিজানুল হক, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক এম ফিরোজ উদ্দিন খোকা, সদর উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক শাহিদ মোস্তফা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, জালালাবাদ যুবলীগের সভাপতি হাসান তারেক, ঈদগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক এনাম রনি, কমিউনিটি পুলিশ নেতা কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, ছাত্রনেতা আবু হেনা বিশাদ, ইরফানুল করিম প্রমুখ।
এদিকে মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার কমল গতকাল দুপুর থেকে সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে গণসংযোগ করেন। এ সময় হাজার হাজার জনতা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
অন্যদিকে রামু উপজেলার রশিদনগরে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলমের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ও বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।