কাভার্ডভ্যানের ধাক্কা সীতাকুন্ডে বাসের হেলপার নিহত

22

সীতাকুন্ডে দাঁড়ানো অবস্থায় একটি মিনিবাসকে নিয়ন্ত্রণহীন এক কাভার্ডভ্যান ধাক্কা দিলে বাসের হেলপার মো. রাসেল (৪২) নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ৫ জন। সীতাকন্ডে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম আহতদের উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে হেলপারের মৃত্যু ঘটে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল সীতাকুন্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফেদাইনগর গ্রামের বাসিন্দা মো. নুর উদ্দিনের পুত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান মহাসড়কের পৌরসভাস্থ পন্থিছিলা ্এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একইমুখী একটি যাত্রীবাহী মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের পিছনের অংশ ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মিনিবাসের হেলপারসহ অন্তত ৫জন আহত হন। তবে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মিনিবাসটির হেলপার মারা যান। অপর দুজনকে আহত অবস্থায় সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান সীতাকুন্ড ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার মো. শরীফুল ইসলাম। এদিকে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মিনিবাসটির হেলপার নিহত হয়েছে ও আহত হয়েছে আরো ৫ জন। আমরা গাড়ি দুটি আটক করেছি।