কাবুলে মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে তালেবানের আত্মঘাতী হামলা

33

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছে তালেবানরা। হামলায় অন্তত ৫ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। বুধবার কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল নামের সংস্থার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, আত্মঘাতী গাড়িবোমা নিয়ে তালেবান সদস্যরা সংস্থাটির কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। পাঁচ আত্মঘাতী হামলাকারীই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। হামলার পর অন্তত ২০০ জন কর্মীকে কার্যালয় থেকে বের করে নেওয়া হয়েছে।
তালেবানের দাবি, কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল এনজিওটি ক্ষতিকর পশ্চিমা কর্মকান্ডে যুক্ত। কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার ষষ্ঠ পর্ব চলার সময়েই এই হামলা হলো। ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে এই আলোচনা চলছে।
গত সপ্তাহে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খালিলজাদের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবানরা। ২০০৫ সাল থেকে আফগানিস্তানে সক্রিয় রয়েছে কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল।