কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত

81

কাপ্তাই লেকে কার্প জাতীয় বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণ এবং জেলেদের ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে ফিসারিঘাটে কার্প জাতীয় মাছের পোনা ছেড়ে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমা।
জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ বিপণন ও বাজারজাত নিষেদ্ধ করা হয়েছে। তাই এসময়কালে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল জেলেদের ভিজিএফ চালের ব্যবস্থা করেছি। পর্যাক্রমে ২২ হাজার জেলেদের মধ্যে ভিজিএফ চাল দেওয়া হবে। আজ অল্প করে পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ধাপে ধাপে ৩০ টন পোনা ছাড়া হবে। কাপ্তাই হ্রদ কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মাছের প্রজনন বৃদ্ধি, পোনা সংরক্ষণ এর লক্ষ্যে গত পহেলা মে থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। কাপ্তাই হ্রদের মাছের পোনা সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।