কাপ্তাইয়ে হাতির আক্রমণে নারীর মৃত্যু

45

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে উনু মারমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) সকালে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রামে এ ঘটনা ঘটে। উনু ওই গ্রামের মংথোয়াই মারমার স্ত্রী।
স্হানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, উনু মারমা রোববার সকালে দুর্গম এলাকা ডংনালা হাতি মারা উপরের পাহাড়ে কাঠ কাটতে যান। এসময় বন্যহাতি থাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্হায় স্হানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর আঘাত গুরুতর ছিল।
২ নম্বর রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় প্রায়ই বন্যহাতির আক্রমণে জানমালের ক্ষতি হয়ে আসছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। খবর বাংলানিউজের