কাপ্তাইয়ে বিদেশে কর্মসংস্থান বিষয়ে সেমিনার

56

বৈদিশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক বাস্তব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়” শীর্ষক এক সেমিনার বুধবার (১৯ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. নুর। সেমিনারে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়াররুল ইসলাম চৌধুরী বেবী, রাইখালি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।