কাপাসগোলা ও পটিয়া ফুটবল অ্যাকাডেমি কো. ফাইনালে

80

কেডিএস গ্রূপের পৃষ্ঠপোষকতায় পটিয়ায় এবিট্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠ ও সপ্তম খেলা গতকাল শুক্রবার সাইদাইর খলিল-মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলা নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে পটিয়া বাথুয়া ফুটবল অ্যাকাডেমিকে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হয় নগরীর চকবাজার কাপাসগোলা এফসি। এতে সেরা খেলোয়াড় হয় মো. ওসমান। দ্বিতীয় খেলাও নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৪-২ গোলে পটিয়া মেলঘর ফুটবল অ্যাকাডেমিকে হারায় পটিয়া ফুটবল অ্যাকাডেমি। খেলায় সেরা খেলোয়াড় হয় বিজয়ী দলের গোলকিপার জাকারিয়া। এতে করে প্রথম রাউন্ডের বিজয়ী দল হিসেবে চকবাজার কাপাসগোলা ও পটিয়া ফুটবল অ্যাকাডেমি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।
খেলা শেষে টুর্নামেন্টের আহবায়ক এম ইদ্রিচ চৌধুরী অপুর সভাপতিত্বে ও জসিম উদ্দীন বাবুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিটস প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী আবু তাহের ইমু। বিশেষ অতিথি ছিলেন এবিটস’র সহ-সভাপতি ইউছুফ টিটু, সচিব কুতুব উদ্দিন রানা। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট সচিব হাশেম বাদুল, ইমরান বাবলু, জাহাঙ্গীর, জীবন, ফাহিম, শিপন, আনচার, নেজাম, মারুফ হোসেন, জাকারিয়া, জমির উদ্দীন, ইলিয়াছ, রেজাউল হাসান রনি, ফাইসাল উষার, সাজ্জাদ হোসেন, বেলাল উদ্দিন, আরমান হোসেন, তারেক, ইমরান, আরিফুল ইসলাম, ফাহিম আরিফ, রিজুয়ানুল হক রিপন, শানে ইয়াদ এলাহী শিমুল, সবুজ দাশ, সোহেল, এহসান উদ্দিন, এরশাদ, কাউছার হামিদ, নুরুল আবছার শুভ, আবদুল আলিম হৃদয়, সায়েদ হোসেন, নুরুল আলম, রাহুল বড়ূয়া, সাদেক হোসেন, হাসান মুরাদ সায়মন, এনামুল হক এনাম, নেজাম উদ্দীন, ফয়সাল আহম্মেদ সজিব, মীর মোহাম্মদ নুরুল আবরার অখি, রুবেল দাশ গুপ্ত, সুলতান মাহমুদ হৃদয়, শহিদুল ইসলাম, মকসুদুর রহমান মাসুদ, আতিকুর রহমান আতিক, আরাফাতুর রহমান আরাফাত প্রমুখ। বিজ্ঞপ্তি