কানাডায় বন্যায় বাস্তুচ্যুত ১৫০০

33

কানাডায় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশটির পূর্বাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষকে। মোতায়েন করা হয়েছে ৬০০ উদ্ধারকর্মী। বার্তা সংস্থা এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।ভারী বৃষ্টি ও হিমবাহের ঢলে দেশটিতে বন্যা শুরু হয়। দেশটির কর্তৃপক্ষ আতঙ্কিত ছিলো যে ২০১৭ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। তবে রবিবার পরিস্থিতির উন্নতিতে আশাবাদী হয়ে উঠে তারা। দেশটির বেসামরিক নিরাপত্তা মুখপাত্র এরিক হুডে বলেন, সামনের দিনগুলো নিয়ে আমরা আশাবাদী। বন্যার প্রকোপ বাড়লেও তার ২০১৭ সালের মতো ভয়বহ হবে না। কারণ এবার সবাই প্রস্তুত। বিগত কয়েকদিনে শহরে যোগাযোগ ব্যবস্থার ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে শত শত স্বেচ্ছাসেবক। বালুর বস্তা দিয়ে পানির প্রবাহ আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। প্রাদেশিক সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সহায়তা চাইলে শনিবার কিউবেকে ২০০ ও ওতাওয়াতা ৪০০ সেনা মোতায়েন করা হয়।