কানাজাওয়া কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

47

সদ্য সমাপ্ত এস.এ গেমসে বিজয়ী কারাতেকাদের অভিনন্দন ও চট্টগ্রামে কারাতে খেলাকে রিজার্ভ কোন কোচের অধীনে না রেখে ফুটবল, ক্রিকেট এর মতো উম্মুক্ত করে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নিরপেক্ষ বিচারকের মাধ্যমে দল বাছাই করে শক্তিশালী চট্টগ্রাম দল গঠনের জন্য আহবান জানিয়েছেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মনজুর মোর্শেদ ফিরোজ। তিনি জাতির পিতার শততম জন্মবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রামে একটি আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগের কথা ও জানান। চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৭ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী সদ্য প্রয়াত ওয়ার্ল্ড সোতোকান কারাতের সবচেয়ে বড় কোচ কানাজাওয়া স্মরণে কানাজাওয়া কাপ কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এম.এ. আজিজ স্টেডিয়ামে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ ভেন্যুতে সম্পন্ন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের অভিভাবক ফোরাম এর সদস্য মোহাম্মদ নিজাম উদ্দীন বাদশা। অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক শাহাজাহান কবির ভুঁইয়ার সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের জাজ ও চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান কোচ সেনসি কাউসার আহমেদ এর সার্বিক দিকনির্দেশনায় ডবিøউ কে এফ জাজ এএসআই লতা পারভীন এর পরিচালনায় সম্পন্ন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার কাষ্টম নুরুন নাহার লিলি, মহিউদ্দীন মহিম, ছলিম উদ্দীন, জাফরুল ইসলাম, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ আনোয়ার, মোমেনা খানম মুমু, সালাহউদ্দীন কাদের জুয়েল, ফয়সাল আলম মামুন, আব্দুল বাছির ও ফাহিমা বিনতে ইকরাম।