কাতার ও ভারতের বিপক্ষে সেরাটা চান সালাউদ্দিন

25

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী দুই দল কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচে খুব বেশি প্রত্যাশা নেই কাজী সালাউদ্দিনের। উত্তরসূরিদের কাছে সামর্থ্যরে সেরাটা শুধু চাইছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ‘ই’ গ্রæপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। পাঁচ দিন পর খেলবে অ্যাওয়ে ম্যাচ ভারতের বিপক্ষে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্ফে রবিবার ‘সেরিব্রাল পালজি ডে ২০১৯’-এর অনুষ্ঠানে কাতার ও ভারত ম্যাচ নিয়ে উত্তরসূরিদের কাছে নিজের প্রত্যাশা জানান সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন।
“কাতার ও ভারত শক্তিশালী দল। হয়তো তাদের বিপক্ষে ওভাবে দল ভালো করতে পারবে না। তবে আশা করি ছেলেরা তাদের সর্বোচ্চটা দিবে।”
“পাঁচ বছর আগের ভারত আর এই ভারত এক নয়। মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। আগের চেয়ে অনেক এগিয়েও গেছে।”
বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ভুটানের বিপক্ষে খেলা দুই প্রীতি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ৬ গোল দিয়েছে, খেয়েছে মাত্র ১টি। দল গোল পাওয়ায় সন্তুষ্ট সালাউদ্দিন।
তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই শুরু করে জেমি ডের দল। এর আগে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে লাওসকে হারিয়ে বাছাইয়ের প্রথম রাউন্ড পেরিয়েছিল বাংলাদেশ।