কাঠগড়ে ঠাকুর রামচন্দ্র দেবের আবির্ভাব উৎসবে ধর্মসম্মেলন অনুষ্ঠিত

51

নগরীর পতেঙ্গা রামঠাকুর সেবা সংসদের উদ্যোগে ঠাকুর রামচন্দ্র দেবের ১৫৯তম আবির্ভাব মহোৎসবের ধর্মসম্মেলন গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাঠগড় হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রামঠাকুর সেবা সংসদের সভাপতি ননী গোপাল চৌধুরীর সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী কৈবল্যধামের ট্রাস্টি বিভূতি ভূষণ মিত্র। প্রধান বক্তা ছিলেন গোসাইলডাঙ্গা রামঠাকুর মন্দিরের যুগ্ম সম্পাদক চন্দন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সুনীল দত্ত, সুজিত তালুকদার, রনজিত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন লিটন চৌধুরী। সুমন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তম দেব, বাবু চৌধুরী, ঝুন্টু চৌধুরী, উত্তম দাশ, সনৎ ঘোষ প্রমুখ।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বেদবাণী পাঠ, ভক্তিগীতি, মহানামযজ্ঞের অধিবাস, ঠাকুরের পূজা, সত্যনারায়ণ পূজা, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন। মহানাম সংকীর্ত্তন পরিবেশন করেন গণেশ পাগল সম্প্রদায় (গোপালগঞ্জ), গোপালভক্ত সম্প্রদায় (খুলনা), ব্রজকিশোরী সম্প্রদায় (ফিরোজপুর), জয়গুরু সম্প্রদায় (চট্টগ্রাম)। বিজ্ঞপ্তি