কাট্টলী বইমেলার মতবিনিময় সভা

58

কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে কাট্টলী বইমেলা। সম্প্রতি ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেনে কাট্টলী বইমেলার উদ্যোক্তা সংগঠক টুনটু দাশ বিজয়ের সভাপতিত্বে মাসুদুর রশীদ ও সাহাদাত হোসাইন সাহেদ এর যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় আহবায়ক আলউদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য সচিব ডা. মুকেশ দত্ত, সমন্বয়ক সাইফুদ্দিন আহমেদ সাকী, আবদুস সালাম, মো ইলিয়াছ, ডা. কিশোর আচার্য্য বক্তব্য দেন। মতবিনিময় সভায় জানানো হয়, ইতোমধ্যে ১৫টির অধিক প্রকাশনী এই বইমেলায় অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে। বইমেলা সফল করার লক্ষ্যে স্বপ্ন ও আগামী টিম কাট্টলী, কাট্টলী ফ্রেন্ডস সোসাইটি, কাট্টলী সংসদ, কাট্টলী ইয়ুথ কাউন্সিল, আস্থা, তারুণ্যের আলো, পূর্বাশার আলো সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মতামত প্রদান করেন। বইমেলায় উপলক্ষে মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়াও মেলায় বইপড়া কর্ণার, লেখক পরিচিতি, নাটক, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন থাকবে। বইমেলায় কাট্টলীর বিভিন্ন লেখকের বই সংগ্রহ এবং তাদের নামানুসারে বিভিন্ন কর্ণারের নামকরণের জন্য সিন্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি