কাটিরহাট মাদ্রাসার বার্ষিক সভায় এমএ সালাম মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে

46

হাটহাজারীর কাটিরহাট মুফিদুল ইসলাম ফাযিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলানদুন্নবী (সা.) গতকাল মাদ্রাসা মিলনায়তনে মাওলানা মুহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা তফাজ্জল আহমদ মুনিরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম.এ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শওকত আলম, ধলই ইউপি চেয়ারম্যান মো. আলমগীর জামান, সমাজসেবক মোহাম্মদ আলী রিজভী সোহেল প্রমুখ। ওয়াএজিন হিসেবে উপস্থিত ছিলেন মু. আবুল কালাম বয়ানী, আবুল হাসান ওমাইর রেজভী। প্রধান অতিথি এম.এ সালাম বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে শিক্ষার্থীদের রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণে সুযোগ করে দিয়েছে।
ইসলামী ফাউন্ডেশন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা আওয়ামী লীগ সরকারেরই অবদান। মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করে যাচ্ছেন। মাদ্র্সা শিক্ষার্থীরা এক্ষেত্রে অনেক পিছিয়ে থাকতে পারেনা। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদেরও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির সাধনের লক্ষে উপযুক্ত দক্ষ মানবসম্পদে পরিণত করতে আরো বেশি মনোযোগী হওয়ার জন্য মাদ্রাসা শিক্ষকদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি