কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদ্যাপিত

88

জয়বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে ২৪ মে শুক্রবার বিকেলে কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুলকে জানুন সংগঠনের আহবায়ক ওচমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় সাপ্তাহিক আলোকিত স›দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট মনজুর মাহমুদ খান। উদ্বোধক ছিলেন আবৃত্তিকার সজল চৌধুরী। আলোকিত অতিথি ছিলেন কবি ও সংগঠক আশীষ সেন। প্রধান আলোচক ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন ডা. রতন চক্রবর্ত্তী, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সাঃ সম্পাদক চন্দন পালিত, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. জামাল উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুনীল কৃষ্ণ দে, সুর দরিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ডা: আশীষ চৌধুরী, প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জয় বাংলা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসিক বিনোদন রঙ এর সম্পাদক নাছির হোসাইন জীবন, সংগঠক দিলীপ সেনগুপ্ত। শিল্পী ও সংগীত পরিচালক অচিন্ত্য কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী নারায়ণ দাশ, গণসংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিল্পী তন্ময় দে, শিশু শিল্পী কমল দাশ। প্রধান অতিথি এডভোকেট মনজুর মাহমুদ খান বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, সাম্যের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি। সভার সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, জয় বাংলা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করার জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। সভায় জয় বাংলা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে নন্দিত নজরুল সংগীত শিল্পী ও গবেষক খালিদ হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ এবং সাথে সাথে তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি