কাউন্সিলর প্রার্থী বিপ্লবের গণসংযোগ শুরু

32

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক বরাদ্দ পাওয়ার পর কোতোয়ালী হযরত শাহ সুন্দর (রা:) মাজার শরীফ ও হযরত মাওলানা শাহ সুফি কাজী এনায়েত উল্লাহ (রা:) মাজার জিয়ারত করে ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের আমজাদ আলী লেইন ষোড়শীকুঞ্জে মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা গণসংযোগ করে ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। গনসংযোগকালে তিনি বলেন, একটি গতিশীল, কর্মমুখর, শান্তিপূর্ণ, স্বাস্থ্য সম্মত, নান্দনিক ফিরিঙ্গীবাজার ওয়ার্ড গঠনে আমার এবং এলাকাবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করছি। এলাকাবাসীর কাছে আমার আবেদন, অতীতের মত আবারও আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হলে আপনাদের স্বপ্নের ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের পরিকল্পনাসমূহ বাস্তবায়নে আমি সক্ষম হবো বলে আশাবাদী।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক শাহাদাত হোসেন, নাছির আহমেদ, মঞ্জুর আহমেদ, আবদুস সামাদ, আবদুল মাবুদ, বিপ্লব বসাক, মোকতার আহমদ, ফারুক আহমদ, আফসার উদ্দিন আহমদ, মো. রফিক, খোরশেদ আলম রহমান, তাজউদ্দিন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, নুর মোহাম্মদ, শফিক আহমদ, জহির আহমদ, জাহেদ আহমদ, নেজাম সোলায়মান, আব্দুল মালেক সও., জানে আলম, নুর নবী সও., সালাউদ্দিন, আব্দুর সোবহান, আলী আকবর, মো. সেলিম, দিলু আহমদ, মো. ইউসুফ, ওসমান গণি বাপ্পী, নাছির আহমদ নাদু, জমির উদ্দিন, মো. পারভেজ, নুরুল আজিম, আমিনুল ইসলাম লিটন, মো. সরওয়ার সরকার, সাইফুল আলম, কামাল হোসেন সুমন, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, কুতুবউদ্দিন টিটু, অনিন্দ্য দেব, মুগ্ধ সেন, শানু চক্রবর্ত্তী, খোকন দত্ত, সজল, শওকত, মো. আরাফাত, রিজভী, সাদ্দাম, স¤্রাট, সমুন্য চক্রবর্ত্তী আকাশ, তুহিন, মিনহাজ, কোরবান, জিয়া, মো. হারুন, তালহা, দিদার, সাজ্জাদ, নবাব, নাঈম, সোহাগ প্রমুখ। বিজ্ঞপ্তি