কাউন্সিলর প্রার্থীর সাথে ডিজিটাল পাবলিসিটি কাউন্সিলের মতবিনিময়

53

বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দরা গত ৩ মার্চ সন্ধ্যা ৭ টায় নগরীর খুলশী জালালাবাদ আবাসিক এলাকাস্থ কাউন্সিলর প্রার্থীর বাস ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য যুবনেতা মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীর সাথে এক সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা যুবনেতা ও কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীর সাথে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মতবিনিময়কালে কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস রেখে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনীত করেছেন তা এলাকার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আমি প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও আমি নির্বাচিত হলে ১৩নং ওয়ার্ডকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় একটি আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এই সময় তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল দীর্ঘ ১০ বছর ধরে চট্টগ্রাম ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর আদর্শ এবং ডিজিটাল বাংলাদেশের প্রতিপাদ্যের উপর তরুণ প্রজন্মকে সাথে নিয়ে কাজ করছে। এটি বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে। মতবিনিময়কালে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আবদুল­াহ শেকাব, সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কুতুব উদ্দিন রাজু ও সদস্য মোঃ কালিম শেখ, মোঃ বায়েজিদ ফরায়েজী, রুমি আকতার মৌ। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দদের মধ্যে মোঃ শাহীন আলম, মোঃ এয়াকুব আলী মজুমদার, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ খালেদ মোশারফ, মোঃ আবদুল জব্বার, মোঃ নুরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভার শুরুতে কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীকে সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত চট্টলবীর মহিউদ্দিন স্মারক “তোমারে দেব না ভুলিতে” তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি