কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা

66

 

কাউন্সিলর প্রার্থী নুরুল আবছারের গণসংযোগ :
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার ঠেলাগাড়ী প্রতীক নিয়ে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগটি ওয়ার্ডের মাইজপাড়া থেকে শুরু করে ধুমপাড়া লালদিয়ার চর এলাকায় গিয়ে শেষ হয়। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার, মোঃ এরশাদ, মোঃ জুয়েল, মোঃ মারুফ, মোঃ দিদার, মোঃ মানিক, মোঃ আবদুর রহমান, মোঃ বাশার, মোঃ রিপন, মোঃ রুবেল, মোঃ ইলিয়াছ, মোঃ জসিম, মোঃ ইসমাইল, মোঃ মিজান, মোঃ আজগর, আজম, ফোরকান, ফারুক, জুয়েল প্রমূখ। গণসংযোগকালীন কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার বলেন, অনগ্রসর ৪১নং ওয়ার্ডটিকে আলোকিত ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে এবং সুপিয় পানী ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাব।
কাউন্সিলর প্রার্থী অনুপ বিশ্বাসের গণসংযোগ:
জঙ্গিবাদ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত এবং জেলে সম্প্রদায়সহ সকল অসহায় মানুষের উন্নতিকল্পে একটি স্বনির্ভর সুন্দর বাসযোগ্য আধুনিক পাথরঘাটা ওয়ার্ড গড়ার লক্ষ্যে আসন্ন চসিক নির্বাচনে ৩৪নং ওয়ার্ড পাথরঘাটা স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী অনুপ বিশ্বাস ‘কুমড়া’ মার্কায় ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য আহব্বান জানান। গত ২২ জানুয়ারী পাথরঘাটা, গঙ্গাবাড়ী, মনোহরখালী, ফিশারীঘাট, গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাহেদ, সুনীল দাশ, বাচন দাশ, সুনীল দাশ, হরি, সাধু, মানিক, বিজয়, সোনা, বালী, সুমন, নান্টূ, জহরলাল, বিজয় সহ এলাকাবাসীর সর্বস্তরের মানুষ।
কাউন্সিলর প্রার্থী আতাউল্লাহ চৌধুরী ও নিলু নাগের সমর্থনে মতবিনিময় : আগামী ২৭শে জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ঘুড়ি প্রতীকে একক প্রার্থী আতাউল্লাহ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোবাইল ফোন প্রতীকে একক প্রার্থী নিলু নাগ কে বিজয়ী করতে ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগ আওতাধীন ১নং নালাপাড়া ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে ৫টি সেন্টার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব জহির আহমেদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদ।
কাউন্সিলর প্রার্থী বিবি মরিয়মের গণসংযোগ : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮, ২৯ ও ৩৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী অধ্যাপিকা বিবি মরিয়মের চশমা প্রতীকের সমর্থনে গত ২২ জানুয়ারী শুক্রবার সকাল থেকে গণসংযোগ করেন। স্বাধীনতা নারী শক্তির স্বতন্ত্র প্রার্থী বিবি মরিয়ম ২৯ নং ওয়ার্ডের পার্বতী ফকির পাড়াসহ কয়েকটি এলাকায় ভোটারদের বাসায় বাসায় গিয়ে কৌশলাদি বিনিময় করেন। এ সময় আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যাপিকা বিবি মরিয়ম নারীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষে চশমা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিবি মরিয়ম মানবিক কাজের পাশাপাশি সমাজ উন্নয়নে নারীর অংশীদারিত্ব নিশ্চিতকরণে সৎ,যোগ্য ও শিক্ষিত প্রার্থী দেখে ভোট দেয়ার আহব্বান জানান।  উপস্থিত ছিলেন পার্বতী ফকির পাড়া সমাজকল্যাণ পরিষদের দিবস দাশ, শ্যামল,ছাত্রলীগ নেতা সুমন দত্ত,স্বাধীনতা নারী শক্তির সহকারী পরিচালক ফরিদা আলম,ইউনিট নেত্রী জুলেখা আক্তার,পুনম দাশ,রত্না,শ্যামলী প্রমূখ।
কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিনের গণসংযোগ :
নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খান। তিনি ২২ জানুয়ারি শুক্রবার ট্রাক্টর ও নৌকা প্রতীক নিয়ে পাঁচলাইশ ওয়ার্ডের পশ্চিম শহিদ নগর, দক্ষিণপাড়া, আমতল, অক্সিজেন মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে পথসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি পাঁচলাইশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ট্রাক্টর ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন আবসার চেয়ারম্যান, জাহাঙ্গীর সদ্দার, আব্দুর রহিম, সেলিম রনি, মো. মমতাজ, মো. কামাল, মো. আলমগীর, মো. এমরান, মো. জয়নাল প্রমুখ। গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ মানুষের সমাগম ঘটে।
কাউন্সিলর প্রার্থী দিদারুল আলমের প্রচারণা :
দক্ষিণ বাকলিয়ায় জঙ্গিবাদ-মাদক প্রসারতা নিরসনের লক্ষ্যে আসন্ন চসিক নির্বাচনে ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী এস এম দিদারুল আলম ‘লাটিম’ মার্কায় ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য আহŸান জানান। গত ২২ জানুয়ারী দক্ষিণ বাকলিয়ার হাজী আমিনুর রহমান সওদাগর সড়কে গণসংযোগকালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দুল হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফয়েজউল্লাহ চৌধুরী বাহাদুর, এনাম আহমেদ, সুপ্রকাশ চৌধুরী, ওসমান গনি, আরিফুল ইসলাম, সুজয় মাহমুদ, কাজী জালাল, মিনহাজ ইসলাম প্রমুখ।
কাউন্সিলরপ্রার্থী আবুল হাসনাত বেলালের গণসংযোগ :
লালখান বাজার চাঁনমারি রোড, তুলা পুকুর পাড় ও হাই লেভেল রোডে এলাকাবাসীর কাছে ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। এসময় উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্টজন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।