কাউন্সিলর পদে আওয়ামী লীগের ২৮ নতুন মুখ

261

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। গতকাল বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
এবার চসিকের কাউন্সিলর পদে ২৮টি ওয়ার্ডে আওয়ামী লীগে নতুন মুখ এসেছে। প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন হেভিওয়েট কয়েকজন প্রার্থী। তবে ‘ভাগ্যবান’ হিসেবে এবারও আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ পাচ্ছেন সাধারণ ওয়ার্ডে ২০জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৬জন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান পূর্বদেশকে বলেন, ‘সর্বশেষ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ব্যাপক যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থী তালিকায় যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান দেয়া হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন তারা সাংগঠনিকভাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।’
জানা যায়, ১নং পাহাড়তলী ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরীর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মো. শফিউল আজিম। ২নং জালালাবাদ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সাহেদ ইকবাল বাবুর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নগর যুবলীগের সদস্য মোহাম্মদ ইব্রাহিম। ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কফিল উদ্দিন খান ও ৪নং চান্দগাঁও ওয়ার্ডে মো. সাইফুদ্দিন খালেদ পুনরায় মনোনয়ন পেয়েছেন।
বিএনপির দখলে থাকা ৫নং মোহরা ওয়ার্ডে নগর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ কাজী নুরুল আমিনকে মনোনয়ন দেয়া হয়েছে। এ ওয়ার্ডে গতবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আবুল হাশেম। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে এম আশরাফুল আলম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মো. মোবারক আলী, ৮নং শুলকবহর ওয়ার্ডে মো. মোরশেদ আলমকে পুনরায় মনোনয়ন দেয়া হয়েছে।
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে মো. জহুরুল আলম জসিমের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরল আবছার মিয়া। ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিছার উদ্দিন আহমেদ মঞ্জু পুনরায় মনোনয়ন পেয়েছেন। ১১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে মোরশেদ আকতার চৌধুরী পরিবর্তে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল মনোনয়ন পেয়েছেন।
১২নং সরাইপাড়া ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সাবের আহমদের পরিবর্তে ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. নুরুল আমিনকে মনোনয়ন দেয়া হয়েছে। ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের পরিবর্তে নগর যুবলীগের সদস্য মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী মনোনয়ন পেয়েছেন। ১৪নং লালখানবাজার ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ মানিকের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মো. বেলাল।
১৫নং বাগমনিরাম ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ১৬নং চকবাজার ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু পুনরায় মনোনয়ন পেয়েছেন। বিএনপির দখলে থাকা ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম মনোনয়ন পান। ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাজী মোহাম্মদ হারুন অর রশিদ মনোনয়ন পেয়েছেন। ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাং ইয়াছিন চৌধুরী আছুর পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নুরুল আলম।
২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১নং জামালখান ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাজমুল হক ডিউক পুনরায় মনোনয়ন পেয়েছেন।
২৫নং রামপুর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর লিটন। ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আবুল হাশেমের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন। ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এইচ.এম সোহেলের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী। ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে মো. আবদুল কাদেরের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাহাদুর। ২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের বহাল আছেন। ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউল্লাহ চৌধুরী।
৩১নং আলকরণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আবদুস সালাম। ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জহরলাল হাজারী বহাল আছেন। ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন। বিএনপির দখলে থাকা ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পুলক খাস্তগীর।
৩৫নং বক্সিরহাট ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাজী নুরুল হক ও ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী বহাল আছেন। ৩৭নং উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ। ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহরে বর্তমান কাউন্সিলর গোলাম মো. চৌধুরী ও ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন বহাল আছেন। ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাজী মো. জয়নাল আবেদীনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল বারেক। ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।
এছাড়া সংরক্ষিত ১৪ আসনের মধ্যে আটজনকে নতুন মনোনয়ন দেয়া হয়েছে। এরমধ্যে ১, ২, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দা কাশপিয়া নাহরিন দিশা, ৪, ৫, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জোবাইরা নার্গিস খান মনোনয়ন পান। ৭ ও ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জেসমিন পারভীন জেসীর পরিবর্তে মনোনয়ন পান ৪২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম।
৯, ১০, ১৩নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর আবিদা আজাদের পরিবর্তে নগর আওয়ামী লীগের সদস্য তছলিমা বেগম নুরজাহান মনোনয়ন পান।
বিএনপির দখলে থাকা ১৪, ১৫, ২১নং ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য শিউলি দে। ১৭, ১৮, ১৯নং ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য শাহীন আকতার রোজী।
১৬, ২০, ৩২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগমের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রুমকি সেনগুপ্ত। ২২, ৩০, ৩১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নীলু নাগ বহাল আছেন। ১২, ২৩, ২৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফারহানা জাবেদের পরিবর্তে ২৪নং মহিলা আওয়ামী লীগের সদস্য নুর আক্তার প্রমা মনোনয়ন পান।
১১, ২৫, ২৬নং ওয়ার্ডে জেসমিন খানমের পরিবর্তে নগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হুরে আরা বেগম মনোনয়ন পেয়েছেন। ২৮,২৯ ও ৩৮নং ওয়ার্ডে ফেরদৌসি আকবরের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ৩৮নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জিন্নাত আরা বেগম।
২৭, ৩৭, ৩৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম), ৩৩, ৩৪, ৩৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ৩৯, ৪০, ৪১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহানুর বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
নগর আওয়ামী লীগ সূত্র জানায়, মেয়র পদে মনোনয়ন চমকের মতো এবার কাউন্সিলর পদে হেভিওয়েট কয়েকজন নেতা বাদ পড়াটাই হচ্ছে বড় চমক। এরমধ্যে মোহাম্মদ হোসেন হিরণ, তারেক সোলেমান সেলিম, আবুল ফজল কবির আহমদ মানিক, আনজুমান আরা, হাসান মুরাদ বিপ্লব, আবদুল কাদের, তৌফিক আহমদ চৌধুরী, আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসীর মতো প্রার্থীরা বাদ পড়েছেন।
দক্ষ ও অভিজ্ঞ এসব প্রার্থীদের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক নেতারা। তবে যারাই বাদ পড়েছেন তারা বিভিন্ন কারণে সমালোচিত। তাদের কারণে বিভিন্ন সময়ে দলের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগ আছে।
মনোনয়ন বঞ্চিত দুইজন কাউন্সিলর প্রার্থী বলেন, এখানে যোগ্যতার চেয়ে পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। মেয়র পদে আ জ ম নাছির উদ্দীনকে যেভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে, সেভাবে তার অনেক অনুসারী মনোনয়ন বঞ্চিত হয়েছেন। নতুন যারাই মনোনয়ন পেয়েছেন তাদের বেশিরভাগই শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। তবে মনোনয়ন পেয়েছেন এমন অনেকেই আছেন যাদের কাউন্সিলর হওয়ার মতো যোগ্যতা আছে।
১৪নং লালখান বাজার ওয়ার্ডে মনোনয়ন পাওয়া নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মো. বেলাল পূর্বদেশকে বলেন, ‘রাজনীতি একটা জনসেবামূলক কাজ। মানুষের প্রয়োজনের পাশে দাঁড়ানোর নাম রাজনীতি। আমাকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। আমি যাতে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই।’
সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন পাওয়া ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রুমকী সেনগুপ্ত পূর্বদেশকে বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রথমবার মনোনয়ন পাওয়ায় অনেক খুশি হয়েছি। আমার রাজনৈতিক জীবনে এটি অনেক বড় প্রাপ্য। আমি মানুষের জন্য কাজ করতে চাই।’