কাউখালীতে যুবলীগ নেতা খুনের ঘটনায় ২ মামলা, আটক ৬

46

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগ নেতা খুনের ঘটনায় পৃথক ২টি মামলায় ৬ জনকে আটক করেছে পুলিশ। গত রবিবার জেলার কাউখালী উপজেলা বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাছির উদ্দিন নিহত হন।
কাউখালী থানা সূত্র জানায়, এঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। একই ঘটনায় মো. হাফিজুর রহমান নামের আরেক ব্যাক্তি আরেকটি মামলা দায়ের করেছেন। বাদি ফাতেমা বেগমের মামলায় ২০ জন আসামি এবং অপর মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় আটকৃতরা হলেন, আবদুল মোতালেব (৪৫), মো. কামাল হোসেন (৩২), শামীম মিয়া (২৯), ওমর ফারুক (৩২), রিদওয়ান (২৭) ও জসিম উদ্দিন (৩১)।
কাউখালী থানার ওসি মনজুর আহম্মদ বলেন, নিহত যুবলীগ নেতা বাছির উদ্দিন খুনের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। আসামিদের মঙ্গলবার রাঙামাটি দায়রা ও জজ কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।