কাঁদলেন তাসকিন

32

বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেয়ে গণমাধ্যম কর্মিদের সামনে কান্নায় ভেঙে পড়েন পেসার তাসকিন আহমেদ। বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না ২০১৫ বিশ্বকাপ খেলা এই স্পিডস্টার। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার সফরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ডানহাতি এই পেসার। গত বছরের প্রায় পুরোটাই লড়াই করেছেন ইনজুরির সঙ্গে। তবে বিপিএল দিয়ে নির্বাচকদের নজরে এসেছিলেন তিনি। দারুণ পারফর্ম করে জেতেন টুর্নামেন্টের সেরা বোলারের পুরষ্কার। কিন্তু বিপিএলের শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে যান নিউজিল্যান্ড সিরিজ থেকে। দু’মাস ইনজুরির সঙ্গে লড়াই করে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ক্রিকেট ফেরেন তাসকিন। কিন্তু নির্বাচকদের সন্তুষ্ট করতে ব্যর্থ হন তিনি। একাডেমি প্রাঙ্গণে কান্নাজড়িত কণ্ঠে তাসকিন বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ফিটনেস ফিরে পাওয়ার। কিন্তু হয়তো সেটা যথেষ্ট ছিল না। ভাগ্য খারাপ ছাড়া কিছু বলার নেই আমার। আমি শুধু এইটুক বলতে পারি, আমি আবার ধারাবাহিক পারফরফ্যান্স দিয়ে ফিরে আসব।’ তবে মুল স্কোয়াডে না থাকলেও নির্বাচকদের ভাবনায় আছেন তাসকিন, দল ঘোষণা সময় এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।