কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে রমজান

123

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ :
শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগামী ২০২১ সালের মধ্যে রেলওয়ে উন্নয়নের বিপ্লব ঘটবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপতিরুদ্ধ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। ২১ সালের মধ্যে দেশের প্রতিটি জেলা শহরের সাথে রেল যোগাযোগের কাজ এগিয়ে চলবে। ৩০ মে বিকেলে নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে রেলশ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল মতিন’র সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ আয়োজিত মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিলের পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহŸান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম জহিরুল আলম দোবাষ বলেন রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। রেলওয়েকে রক্ষা করা প্রত্যেক রেল কর্মকর্তা-কর্মচারীর পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
প্রধান বক্তার বক্তব্য রাখেন রেলশ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো: লোকমান হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক এটলি, আবুল হোসেন আবু, রেলশ্রমিক লীগের সহ-সভাপতি শ্রী অরুণ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক গোকুল চক্রবর্তী, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএম আবিদ হোসেন, সায়মন হোসেন ভোর, শাহরীয়ার পাপ্পু। এসময় উপস্থিত ছিলেন- বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে- আশরাফ আলী, মজিবুর রহমান,আবদুল মালেক, আবু সুফিয়ান, আবদুর রশিদ, শাহজাহান সিদ্দিকী, মোঃ নুরন্নবী, বিমল বড়–য়া, আশীষ কুমার চৌধুরী বিটু মল্লিক, শাহদাৎ হোসেন, রাজীব হাসান, জাকির হোসেন, হাসমত আলী, আবদুল লতিফ, রিপন খান পাঠান, খন্দকার সাইফুল ইসলাম মামুন, মহিউদ্দিন মুকুল, সাজ্জাদ হোসেন, সাইদ খোকন, বাঁধন সরকার, মোঃ সোহেল, সৈয়দ আব্দুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি

বিজিসি ট্রাস্ট ভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ :
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল গত ২৯শে মে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. নারায়ন বৈদ্য, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আ.ন.ম ইউছুফ চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, সহকারী অধ্যাপক সালাহ্ উদ্দিন চৌধুরী, প্রভাষক আবদুল ওয়াহাব, প্রভাষক আবীর মাহমুদ ও সিএসই এল্যামনাই এসোসিয়েশনের জি.এস. নোটন প্রসাদ ঘোষ।

বি এইচ এম এ :
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বি.এইচ.এম.এ) চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত স্বাস্থ্য রক্ষায় রমজান মাসের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি এড. ডা. মো. ছমি উদ্দিনের সভাপতিত্বে ২৯ মে বুধবার বিকাল ৪ টায় নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চট্টগ্রাম বিভাগীয় সাবেক সরকার প্রতিনিধি ডা. সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, অধ্যপক নইম কাদের, হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ কমিটির মহাসচিব ডা. মো. ইসমাইল চৌধুরী।
বিএইচএমএ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ডা. মো. শামশু উদ্দিনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ডা. মফিজুর রহমান, ডা. দিলীপ কুমার দে, ডা. মন্টু কুমার শীল, ডা. মো. আলাউদ্দিন ভূঁইয়া, ডা. কিশোর কুমার দত্ত। মোনাজাত পরিচালনা করেন এস. এম শামসুদ্দিন। উপস্থিত ছিলেন ডা. মো. মহিউদ্দিন, ডা. মো. আলাউদ্দিন, ডা. এস. এম ইয়াছিন উদ্দীন, আলহাজ্ব ডা. ছিদ্দিক আহম্মদ, ডা. আবদুর রহিম, ডা. এম এইচ আর রেজাউল করিম, মো. রিয়াজ সালেহ, ডা. এম.এ ফজল, হাফেজ জালাল উদ্দিন কাউছার, ডা. নাজনীন আকতার. ডা. রওশন আরা, মোশারাত আনসারি, মো. সোহেল. ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মুহাম্মদ ফায়েক এনাম, মুহাম্মদ শহীদ উল­াহ, মোহাম্মদ সাইফুল­াহ।


রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম কলেজ শাখা :
রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম কলেজ শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৩০ মে রোজ বৃহস্পতিবার চকবাজারস্থ ‘চক ক্যান্ডি’তে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি ইমরান চৌধুরীরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (রনি) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া সরকারি কালেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন, চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি মুস্তফা আজিজ ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পোর্ট সিটি রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি রাজেশ বড়–য়া ও সাধারণ সম্পাদক রনি দাশ, আব্দুল আলী, সুব্রত দে, মো. আজাদ, মাসুদ রানা, মো. রাজু, মো. হেলাল উদ্দিন, আকিব, সায়মন, আতিক, ফহিম, রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থি ছিলেন। বিজ্ঞপ্তি


তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ :
২৯ মে বুধবার তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত সভা ও ইফতার মাহফিল ডিউ উদয়ন তাজকিয়া অফিসে তাজকিয়া সাধারণ সম্পাদক আরেফিন রিয়াদের সঞ্চালনায় তাজকিয়া সভাপতি এইচ আর মেহবুব জিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তাজকিয়া সহ-সভাপতি মুহাম্মদ মোজাম্মেল আহমেদ, সৈয়দ আতাহার আসিফ, সৈয়দ আরিফ মঈনুদ্দিন, মুহাম্মদ রিয়াজ উদ্দীন, আবু সালেহ সুমন, জয়নাল আবেদিন জয়, কৌশিক সায়মন, কামরুল হুদা ইপু, মোসলেহ উদ্দিন ভুঁইয়া নাহিয়ান, আবু বক্কর সিদ্দিকী মাহমুদ, মাওলানা মজিবুল হক, জয়নাল আবেদিন, সৈয়দ শরফ উদ্দিন রাসেল প্রমূখ। এতে তাজকিয়ার বার্ষিক সাধারণ সভা সম্পাদনের জন্য একটি উপ কমিটি গঠন করা হয় এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধির জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলা
ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল ২৩ রমজান ২৯ মে বুধবার নগরীর একটি রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াত হুসাইন। প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোঃ শাহ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাবের সভাপতি ফেরদৌস খান, নীল রতন দাসগুপ্ত, অর্থ সম্পাদক শরীফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক আবছার উদ্দিন অলি, নির্বাহী সদস্য জান ই আলম, ফারুক হাসান, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন- মাওলানা মোঃ আনোয়ারুল হক। বিজ্ঞপ্তি