কলেজিয়েট স্কুলে ‘বঙ্গবন্ধু ছড়া উৎসব’

186

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ ২০২০-২০২১ উদযাপন উপলক্ষে ২০১৪ সাল হতে স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচি ২০২১ সাল পর্যন্ত চলবে। এ কর্মসূচীর অংশ হিসেবে ১৯ জুলাই বেসরকারী জাতীয় কমিটির প্রধানকেন্দ্র চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে “বঙ্গবন্ধু ছড়া উৎসব” অনুষ্ঠিত হয়। ছড়া উৎসব শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা সমাজসেবক ইয়াছিন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধুজন্মশত বার্ষিকী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন সুজিত দাশ অপু, প্রণব রাজ বড়–য়া, মুক্তিযোদ্ধার সন্তান নরগিস ফাতেমা, সুজিত চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক পংকজ সেনগুপ্ত, কোহিনুর বেগম প্রমূখ। আলোচনা সভা শেষে ছোট বন্ধুরা ছড়া পাঠ করে। ছড়া উৎসবে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। বিজ্ঞপ্তি

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা
মেধাবৃত্তি পরীক্ষা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শুক্রবার সকালে নগরীর কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছার পরিচয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মেধাবৃত্তি পরিষদ চট্টগ্রাম এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
পরীক্ষায় নগরীর বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণীর প্রায় তিনশতাধিক ছাত্র-ছাত্রী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অভিভাবক, শিক্ষার্থী ও পরিদর্শকদের সর্বাত্মক সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক আ ন ম সানাউল্লাহ, যুগ্ম-আহবায়ক রুবেল দাশ, পরীক্ষা নিয়ন্ত্রক উজ্জ্বল কান্তি নাথ, বিদ্যালয় পরিদর্শক কামরুল হাসান, নেজাম উদ্দিন, রুহুল কাদের, রত্না রানী বড়ুয়া, পপি পাল, সুরাইয়া ফারজানা রাখি, মাইনুদ্দিন সোহেল, দিলীপ সেনগুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি