‘কলুষিত সমাজ পরিবর্তনে আদর্শ ছাত্র রাজনীতির বিকল্প নেই’

51

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, ’৫২ এর ভাষা আন্দোলন, ’৬৬ এর ছয় দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ সহ ’৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের ঐতিহাসিক যে ভ‚মিকা ছিল তজ্জন্য আমরা পেয়েছি মাতৃভাষা-বাংলা ভাষা। আমরা পেয়েছি স্বাধীন স্বার্বভৌম ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কিন্তু বর্তমান ছাত্ররাজনীতি হয়ে গেছে কলুষিত। সর্বশ্রেষ্ট ও শক্তিশালী উপকরণ কলমকে আমাদের ছাত্রসমাজ ভুলে গিয়ে টাকা ও অস্ত্রের পিছনে ছুটছে। তাই সমাজ হয়েছে আজ কলুষিত। এ কলুষিত সমাজকে পরিবর্তনের জন্য আদর্শ ছাত্ররাজনীতির কোন বিকল্প নেই। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ইসলামী ছাত্রসেনার কলংমুক্ত ইতিহাস স্বরণ করে দিয়ে তিনি ছাত্রদেরকে ছাত্রসেনার পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান। গত ১০ জুলাই বিকেল ৫টায়, নগরের একটি অভিজাত রেষ্টুরেন্টে, ইসলামী ছাত্রসেনা উত্তর পাহাড়তলী শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী ছাত্রসেনা উত্তর পাহাড়তলী শাখার সভাপতি মুহাম্মদ মুনির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পাহাড়তলী শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন তাহেরী নক্সবন্দী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা নগর অর্থ সম্পাদক মুহাম্মদ আবুল হাশেম রাশেদ। দপ্তর সম্পাদক মুহাম্মদ শহীদ রিজভীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবের হোসেন, তৌহিদুল আলম আল-আমিন, ইমরান হোসেন মুনিরী, হাফেজ নাছির উদ্দীন, কাজী জাকির হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল আলম, হাফেজ ফেরদৌস, দেলোয়ার হোসেন, কাউছার হোসেন, মহসিন আলম, কাজী মুরাদ, ইউনুস, হাশেম, ইমরান, মামুন, ফরিদ, আরমান। বিজ্ঞপ্তি