কলকাতা মোহামেডানে জামাল

14

গতবছর বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলার পর থেকেই আলোচনায় আছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখনই শোনা গিয়েছিল যে ভারতের পেশাদার ফুটবল লিগ আই-লিগে খেলার প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু পরে আর কোনও অগ্রগতি হয়নি। এবার আবারও জামালকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।
তবে এবারের আলোচনার ভালো ভিত্তি আছে। ভারতের আই লিগে ফিরে আসা ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডান আগামী মৌসুমে খেলার জন্য প্রস্তাব দিয়েছে জামাল ভূঁইয়াকে। কলকাতা মোহামেডানের সচিব ওয়াসিম আকরাম শুক্রবার রাতে ফোনে বলেছেন,‘হ্যাঁ, আমরা বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। আমি নিজেই ওর সঙ্গে কথা বলেছি ওকে দলে খেলানোর বিষয়ে। তবে এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা বাকি আছে। দীর্ঘ কয়েক বছর পর আই লিগে ফিরেছে কলকাতা মোহামেডান। তারা এবার ভালো দল গড়তে যাচ্ছে। সে জন্যই তারা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে নেওয়ার কথা ভাবছে।