কলকাতা নদীবন্দরের নাম শ্যামা প্রসাদের নামে রাখলেন মোদী

84

দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির পূর্বসূরী হিসেবে পরিচিত ভারতীয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা নদীবন্দরের নামকরণ করেছেন। রোববার তার ঘোষণার পর থেকে কলকাতা বন্দর ট্রাস্টের নতুন নাম শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দর হল বলে এনডিটিভি জানিয়েছে।
“শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এক জীবন্ত কিংবদন্তি, উন্নয়ন আকাক্সক্ষী এক নেতা যিনি ‘এক জাতি, এক সংবিধান’ ধারনাকে সামনে রেখে লড়েছিলেন,” ভারতের অন্যতম প্রাচীন কলকাতা বন্দরের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনীতে মোদী এমনটাই বলেছেন।