কলকাতায় গেল ইলিশের প্রথম চালান

27

দুর্গাপূজা উপলক্ষে সরকারের অনুমোদন পাওয়া ৫০০ টন ইলিশ রপ্তানির প্রথম চালান ভারতে গিয়েছে। গতকাল রবিবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৪ মেট্রিক টন ইলিশের এ চালানটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজুর রহমান।
ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি পাঁচশ’ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার।ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজির দাম পড়বে ৫০০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।
বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ‘এমি এন্টারপ্রাইজ’র সত্বাধিকারী সৈয়দ মহিতুল হক রুবাই বলেন, গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান সেখানে রপ্তানির নির্দেশনা রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এ ইলিশ বিক্রি হবে।
ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান গাজীপুরের ‘একুয়াটিক রিসোর্ট লিমিটেড’। ভারতের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট হচ্ছে কলকাতার ‘নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড’। খবর বিডিনিউজের