কলকাতাকে হটিয়ে শীর্ষে চেন্নাই

40

টার্গেট মাত্র ১০৯। কলকাতার দেয়া এমন লক্ষ্যে ১৭.২ ওভারে সহজেই পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। ৭ উইকেটের জয় পেয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে পৌঁছে গেল তারা।
দলের দুই ওপেনারের মধ্যে শেন ওয়াটসন আউট হলেও ফাফ ডু প্লেসিস শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। ওয়াটসন ৯ বলে ১৭ রান করে আউট হন। ডু প্লেসিস ৪৫ বলে ৪৩ রান করেন।
এর আগে চিপাকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আইপিএল ইতিহাসে দশমবারের মতো ছয় ওভারের পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানোর নজির গড়ে কলকাতা। প্রথম পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৯ রান।
তবে শেষ ওভারে দুইটি চার ও একটি ছক্কা মেরে দলীয় সংগ্রহটাকে একশ পার করিয়েছেন আগে চার ইনিংস ব্যাট করে প্রায় ৩০০ স্ট্রাইকরেটে ২০৭ রান করা রাসেল। একই সঙ্গে চলতি আসরে দ্বিতীয় এবং চেন্নাইয়ের বিপক্ষে টানা তৃতীয় ফিফটিও তুলে নেন রাসেল।
সবমিলিয়ে ৫টি চার ও ৩টি ছক্কার মারে ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন ক্যারিবীয় দানব রাসেল। তার অপরাজিত ফিফটিতে ভর করেই ৯ উইকেট হারিয়ে ১০৮ রানের সংগ্রহ পায় কলকাতা।