কর্মচারীদের বকেয়া মজুরী পরিশোধসহ চাকুরীতে পুনর্বহালের দাবি

10

গত ২৪ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রধানমন্ত্রী’র বরাবরে প্রেরিত ৩ দফা দাবি বাস্তবায়নে ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলায়মানের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রম আদালত সদস্য বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে স্বাস্থ্য কর্মীরা প্রথমসারির যোদ্ধা হওয়া সত্তে¡ও ইউএসটিসি’র মতো একটি প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের মজুরী বকেয়া, সিবিএ নেতাদের চাকুরীচ্যুত করে কর্তৃপক্ষের মিথ্যা মামলা দায়ের সম্পূর্ণ শ্রম আইন পরিপন্থী, বেআইনী কর্মকান্ডের সামিল। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অর্থে গড়া হাসপাতালে স্বাধীনতা বিরোধীদের পরিচালনাধীন প্রশাসন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শ্রমিক জনতা কখনো মেনে নেবে না। অচিরেই হাসপাতাল পরিচালনায় স্বাধীনতা বিরোধী ড্যাব নেতাদের প্রশাসন অপসারণ করে সিবিএ নেতাদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরী পরিশোধ করে চাকুরীতে পুনর্বহালের দাবি জানান। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মীরন হোসেন মিলন বলেন, অবিলম্বে শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি যৌক্তিভাবে বাস্তবায়িত না হলে আমরা চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সকল সংগঠনকে নিয়ে কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবো। তার সকল দায়-দায়িত্ব বহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহŸায়ক মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, মো. শাহ আলম ভূঁইয়া, মো. বখতিয়ার, ইদ্রিস হাওলাদার, নাছির উদ্দিন পলাশ, ওমর ফারুক, মো. হারুনুর রশিদ, মো. লোকমান হাকিম। বক্তব্য রাখেন ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. জমির, দপ্তর সম্পাদক মো. সোহেল, মহিলা সম্পাদক ইনা শীল, সদস্য কোহিনুর আক্তার, মো. ইউনুছ, হারুনুর রশিদ, মো. ইলিয়াছ প্রমুখ।