কর্ণফুলী দূষণমুক্ত করতে সাম্পান মাঝিদের প্রীতি ফুটবল খেলা

50

কর্ণফুলী দূষণমুক্ত রাখতে সাম্পান মাঝি ও এলাকাবাসীদের সচেতন করতে এক মনোজ্ঞ প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছে ইছানগর সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতি ও কর্ণফুলী নদী ফিশিং জাহাজ যাত্রী পারাপার সাম্পান মালিক কল্যাণ সমিতি। খেলায় উভয় সমিতির সাম্পান মাঝিরা অংশগ্রহণ করেন। মেরিন ফিশারিজ একাডেমি মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র ছিল। পরে পেনাল্টিতে ৪-৩ গোলে ফিশিং জাহাজ যাত্রী পারাপার সমিতি জয়লাভ করেন।
খেলায় মোহাম্মদ জাহাঙ্গীর তিন গোল করে সেরা গোলদাতা হয়।
শুরুতে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী ফিশ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহেদুর রহমান শাহেদ, প্রধান বক্তা ছিলেন চরপাথরঘাটা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মেম্বার, বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী হারুন অর রশীদ, মির্জা মোহাম্মদ আজাদ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সাধারণ সম্পাদক শাহ আলম, ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি মোঃ লোকমান দয়াল, চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি জাফর আহমেদ।