কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু

81

কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণিতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০১০ সালে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালুর পরামর্শের ভিত্তিতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কর্ণফুলী শাখা এ সেবা চালু করেছে। কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৮ বছরের নিচে বয়সের শিক্ষার্থীরা এ ব্যাংকিংয়ের সুবিধা পাবেন। সঞ্চয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টির প্রধান উদ্দেশ্য। গত সোমবার স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কার্যক্রম উদ্ধোধনে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কর্ণফুলী শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম চৌধুরী, এ জে চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সিনিয়র প্রভাষক নাজমা বেগম, দর্শনশাস্ত্র বিভাগের প্রভাষক মোহাম্মদ হারুন-অর রশিদ, স্ট্যান্ডার্ড ব্যাংক কর্ণফুলী শাখার কর্মকর্তা শক্তি ভট্টাচার্য ও সিআরও মোহাম্মদ ফজলুল করিম প্রমুখ। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণিতে অধ্যয়রনরত প্রায় ৬০০ শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।