কর্ণফুলীতে হাতির আক্রমণে ৩ গরুর মৃত্যু

33

কর্ণফুলীতে হাতির আক্রমণে মরে গেছে ৩টি গরু। গত শুক্রবার রাতে উপজেলার বড়উঠানের জাগিরপাড়ায় একদল হাতি আক্রমণ চালায়। ওই সময় এলাকার লোকজন পালিয়ে যায়। পরে মো. হানিফ বাবুর্চির ৩টি গরুকে পায়ে পিষে মারে হাতির দল। এসব গরুর মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
স্থানীয় লোকজন জানান, প্রায় সময় ওই এলাকায় হাতির পাল তাÐব চালায়। রাতে লোকজন ঘরে ঘুমাতে পারছে না। সন্ধ্যা নামলেই ওই এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করে। তারা মশাল জ্বালিয়ে পাহারা দেয়।
বড়উঠান ইউপি সদস্য মো. ইলিয়াছ জানান, ৩টি গুরু হত্যা করেছে হাতির পাল। হাতির ভয়ে রাতে ঘরে থাকতে পারে না লোকজন। এ বিষয়ে বনবিভাগসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন প্রতিকার মিলছে না।
এদিকে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ।