কর্ণফুলীতে ভাজিতাকে হত্যা চেষ্টা মামলার আসামিরা পলাতক

14

কর্ণফুলীতে ভাজিতাকে হত্যা চেষ্টা মামলার আসামিরা এখনো পলাতক রয়েছে। ঘটনার পর থেকে পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করলেও তা সম্ভব হয় নি। পুলিশ জানিয়েছে ব্যবসায়ীক টাকার হিসাব নিকাশকে কেন্দ্র করে ভাতিজাকে হত্যার চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় ভাতিজা সরওয়ার উদ্দিন বাদি হয়ে ৩ জন চাচার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত ৮ ডিসেম্বর রাতে কর্ণফুলী থানায় ভাতিজা সরওয়ার উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বড়উঠান ইউপির শাহমীরপুরের দারোগা হাট এলাকায় চাচা কর্তৃক ভাতিজার উপর হামলার ঘটনা ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েক জন আহত হয়। তবে ভতিজা মনির উদ্দিনের আঘাত গুরুতর। তার হাতের রগ কেটে গেছে। টাকা পাওয়াকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির জেরে গত শনিবার বাদি ও তার ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়। মামলার আসামিরা হলেন, চাচা মোহাম্মদ নাছির উদ্দিন (৩৬), মোহাম্মদ আবদুল মজিদ (৫০) ও আবদুল আজিজ। আসামিরা কর্ণফুলী থানাধিন দক্ষিণ শাহমীরপুর গ্রামের বাসিন্দা মৃত নুর হোসেনের পুত্র। কর্ণফুলী থানাধিন শাহমীলপুর পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ নাছির জানান, সরওয়ারের সাথে চাচার টাকা পয়সা ও ব্যবসায়ীক লেনদেন রয়েছে। ওইসব বিষয় নিয়ে বিতর্ক হয়। পরে হামলার ঘটনা ঘটে। চাচা ও ভাতিজার কাছাকাছি দোকান ও ব্যংকের এজন্সে রয়েছে। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয় নি।