করোনা সচেতনতা : সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করলেন আঁখি

103

‘না, আমি মোটেই আতঙ্কিত নই, কিন্তু বুধবার থেকে আমার বাচ্চাদের স্কুলে পাঠাবো না।’ মঙ্গলবার দিবাগত রাতে স্পষ্ট কথাগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তিনি আরও বলেন, ‘যদি তার জন্যে ওদের এক বছর নষ্টও হয়, কিচ্ছু যায় আসে না।’ তার এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎসহ অসংখ্য নেটিজেন। আঁখির যুক্তি ও প্রতিবাদ হলো, ‘যেখানে দেশ-বিদেশের অসংখ্য স্টেজ শো বাতিল হলো আমার। হচ্ছে আরও। অন্য শিল্পীদের অবস্থাও প্রায় একই। বন্ধ হচ্ছে শুটিংসহ সিনেমা মুক্তির বিষয়।
আমরা মায়েরা বা শিল্পীরা ঘরে সেফ থাকবো, সেখানে স্কুল কেন চলবে? আমাদের বাচ্চারা কেন বিপদে পড়বে?’ আঁখি জানান, ঘোষণামতেই তিনি ১১ মার্চ থেকে দুই কন্যার স্কুল যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। জিজ্ঞাসা ছিল, নিজ ঘরের মধ্যে এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য বহাল রাখবেন? ‘করোনা ভাইরাসের শঙ্কা যতদিন থাকবে, ততদিনই। বললামই তো, বাচ্চাদের ইয়ার লস হলেও আমার সমস্যা নেই। আগে বাচ্চাদের নিরাপত্তা। পরে সবকিছু।’