করোনা যুদ্ধে দান

30

ইংলিশ ক্রিকেটার : করোনা ভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে এসেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা তাদের বেুনের প্রায় ৫ লাখ পাউন্ড দান করছেন। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫ কোটি ২০ লাখ টাকার মতো। কয়েকদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল পুরুষ ক্রিকেটারদের এখনই বেতন কাটার চিন্তা নেই। তবে ইসিবি কেন্দ্রীয় ক্রিকেটারদের প্রস্তাব দিলেও ক্রিকেটাররা রাজি হননি এবং বোর্ড তাতে সম্মত জানিয়েছে। কিন্তু নারী ক্রিকেটারদে বেতন কাটার প্রস্তাব দিলে তারা রাজি হয়ে যান। তাই তাদের এপ্রিল, মে ও জুন মাসের বেুনের ২০ শতাংশ কেটে নেবে বোর্ড। আর পুরুষরাও তাদের ২০ শতাংশ অনুদান হিসেবে দেবেন।

জাভি : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে একের পর এক সামিল হচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার বিশাল অঙ্কের টাকা দান করে একই কাতারে সামিল হলেন জাভি হার্নান্দেজ। সাবেক বার্সেলানা মিডফিল্ডার ও তার স্ত্রী নুরিয়া কুনিয়েরা এক মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ১৭ লাখ টাকা) দান করেছেন হসপিটাল দে ক্লিনিক বার্সেলোনায়। গতকাল এমনটাই ঘোষণা দেয় বার্সেলোনায় অবস্থিত হাসপাতালটি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই দান দেওয়ার জন্য কাতারের ক্লাব আল-সাদের কোচ জাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা। এর আগে বার্সেলোনা হাসপাতালে ১ মিলিয়ন ইউরো করে দান করেছেন লিওনেল মেসি ও পেপ গার্দিওলা।
নেইমার : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলের টিভি নেটওয়ার্ক ‘এসবিটি’ নেইমারের অনুদানের বিষয়টি প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দুই জায়গায় ভাগ করে অনুদানটি দিচ্ছেন তিনি। একটি অংশ যাবে শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফে ও আরেকটি টেলিভিশন উপস্থাপক ও তার বন্ধু লুচিয়ানো হুকের ত্রাণ তহবিলে। নেইমার নিজের অনুদানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন।