করোনা মোকাবিলায় আফ্রিদির উদ্যোগ

10

করোনাভাইরাসের আতংকে কাঁপছে সারাবিশ্ব। চীনের উহান থেকে বিশ্বের প্রায় ১৯০টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে অনেক আগেই। মৃতের সংখ্যা ১৩ হাজারেরও বেশি। করোনার আতংকে এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর নাগরিকরা অনেকটাই গৃহবন্দী। এদিকে, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশগুলোতেই ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। পাকিস্তানেও তার ব্যতিক্রম নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসের পরীক্ষায় পজেটিভ হয়েছেন ৬৪৫ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। এমন অবস্থায় নিজের ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রিও বিতরণ করছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।