করোনা মরদেহ সৎকারে সহযোগিতার আশ্বাস

25

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সনাতন ধর্মাবলম্বীদের মরদেহ সৎকার ও অন্তোষ্টিক্রীয়ার জন্য করোনা দূর্যোগ চলাকালীনসময়ে নগরীর মহাশ্মশানগুলোকে সার্বক্ষণিকভাবে উম্মুক্ত রাখা, পর্যাপ্ত আলোকায়ন, মরদহ পরিবহন ব্যবস্থা এবং সৎকারকারীদের জন্য সুরক্ষা(পিপিই) সরবরাহের নিশ্চয়তা প্রদানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার বিভিন্ন দাবী সমুহ বিশেষভাবে বিবেচনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি গ্রহণকালে বলেন, সকল ধর্মের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার সুরক্ষা সহ প্রত্যেকের মানবিক ও সামাজিক মর্যাদা এবং সম্মান রক্ষা কল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অসাম্প্রদায়িক ও সর্বজনীন ঐতিহ্যের ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে। চট্টগ্রাম মহানগরীতে সকল ধর্মাবলম্বীর শেষ ঠিকানা কবরস্থান ও মহাশ্মশানগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্প্রসারণে সিটি কর্পোরেশন উদ্যোগী হয়ে সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, করোনা ভাইরাস সংক্রমণসহ সকল প্রাকৃতিক ও মানবিক দূর্যোগে যারা প্রাণ হারিয়েছেন বা হারাবেন তাদের দাফন-কাফন ও শেষকৃত্য যথাযথভাবে সম্পাদন করতে চসিক সহ বিভিন্ন সামাজিক ও মানবিক সেবা সংস্থার কার্যক্রম সাংবাৎসরিকভাবে যাতে চলমান থাকে সেজন্য আমি আন্তরিকভাবে সচেষ্ট। এজন্য আমি সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা প্রত্যাশা করি। আজ সকালে চসিক টাইগারপাস্থ নগরভবনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে মেয়র এসব কথথা বলেন। এসময় গোপাল দাশ, সুজিত সরকার, রিপন দাশ, শ্যামল দাশ রানা, রাসেল দাশ, পরিতোষ দেব, রতন চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি