করোনা ভ্যাকসিনের কার্যকারিতা ৭৫ শতাংশের বেশি হবে না : ফাউচি

37

যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কারের পরও যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। তার ধারণা, করোনার ভ্যাকসিন ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশের বেশি কার্যকরী হবে না। তাছাড়াও জনমত জরিপে অনেক আমেরিকান নাগরিক আভাস দিয়েছেন, তারা করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন না। সব মিলে করোনার বিরুদ্ধে পরিপূর্ণ সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ফাউচি।
সরকারের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। আগামী তিন মাসে এগুলো নিয়ে বড় আকারে ক্লিনিক্যাল ট্রায়ালের আশা করা হচ্ছে। স¤প্রতি সিএনএন-কে সাক্ষাৎকার দেন ফাউচি। রবিবার রাতে সে সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে ফাউচি বলেন, ‘এ যাবতকালে আমরা যতগুলো টিকা আবিষ্কার করেছি তার মধ্যে হামের টিকা সবচেয়ে ভালো হয়েছিল। এটি ৯৭ থেকে ৯৮ শতাংশ কার্যকরী। আমরা যদি করোনার ক্ষেত্রে সে পর্যন্ত করতে পারি, তবে তা খুব চমকপ্রদ হবে। তবে মনে হয় না আমরা তা করতে পারব। আমার ধারণা, এ ভ্যাকসিন ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত কার্যকরী হবে।’