করোনা ভাইরাস ৩শ কর্মীকে বাড়ি পাঠাল সিঙ্গাপুরের ব্যাংক

64

এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার পর তিনশ’ কর্মীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে সিঙ্গাপুরের সবচেয়ে বড় ব্যাংক ডিবিএস। সব কর্মীই একই তলায় কাজ করছিল। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর বুধবার এক কর্মীর করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার পরই কর্মীদের সবাইকে বাড়ি ফেরত পাঠানো হয়। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, “যে তলার একজন কর্মী অসুস্থ হয়েছেন সেই তলার ৩০০ সহকর্মীকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বের করে নেওয়া হয়েছে এবং আপাতত তারা বাসায় থেকে কাজ করবেন। এই কঠিন সময়ে ব্যাংকের পক্ষ থেকে সব কর্মী ও তাদের পরিবারকে সবরকম সহায়তা এবং নির্দেশনা দেওয়া হবে।”
সিঙ্গাপুর এর আগে ৪৭ জন নভেল করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল। চীনের বাইরে এ দেশটিতেই এ ভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।