করোনা ভাইরাস শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিলো চীন

9

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যর্থতার দায়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে চীন। এদের মধ্যে রয়েছেন হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও পার্টি সেক্রেটারি। এছাড়াও বেশ কয়েকজনের পদাবনতি করা হয়েছে। দায়িত্বে পালনে ব্যর্থতায় সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় রেড ক্রসের ডেপুটি পরিচালককেও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার হুবেই প্রদেশে মারা গেছে ১০৩ জন।
একদিনে সেখানে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এনিয়ে চীনে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জনে। মৃতের সংখ্যা বাড়লেও আগের দিনের তুলনায় সোমবার হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা কমেছে ২০ শতাংশ।