করোনা ভাইরাস মোকাবেলাই সামগ্রী বিতরণ

257

 

ফটিকছড়ি :
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ঘোষাণা অনুযায়ী ঘরে থাকা ফটিকছড়ির হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী । তিনি শনিবার ৪ এপ্রিল উপজেলা ধীন নাজিরহাট পৌরসভার প্রাঙ্গনে অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় এমপি নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ফটিকছড়িতে ৩হাজার অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। পযায়ক্রমে ১০হাজার পরিবারকেও ত্রাণ সামগ্রি দেয়া হবে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজদৌল্লা, কাউন্সিলার মো. আলী, বিটিএফ নাজিরহাট পৌরসভার সভাপতি শাহজালাল, মীর মোর্শেদ, আক্কাস আলী প্রমুখ।
রাউজান নোয়াজিষপুর ইউনিয়ন :
রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার। অভাব অটনে পড়া কোন নারী পুরুষ ফোন করলেই তার বাড়িতে চেয়ারম্যান এবং তার দলীয় কিংবা সংশ্লিষ্টদের দিয়ে পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ। তবে তালিকা ধরে সকাল থেকেই সন্ধ্যা অবধি পর্যন্ত গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে দেয়া হচ্ছে ত্রান। গত শনিবার বিকেলে ফতেনগরসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, পেয়াজ, তৈলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার। এ সময় উপস্থিত ছিলেন তাজউদ্দিন খান সোলায়মান, আকতার হোসেন, এডভোকেট সাইমুর রহমান রিপুল, দীল মোহাম্মদ, এমদাদ হোসেন, বেলাল হোসেন মানিক, কুতুব উদ্দিন সিকদার, নাহিদুল করিম চৌধুরী, রাশেদ মেম্বার, হাশেম তালুকদার, জাবেদ চৌধুরী, জাহেদুল হাসান পারভেজ, অভি রায়, সাইফুল ইসলাম প্রমুখ।
রাউজান গহিরা ইউনিয়ন :
রাউজান গহিরা ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে অভাব অনটনে পড়া সাধারণ মানুষকে দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী প্রদান শুরু করেছে। ইতিমধ্যে কয়েকশ নারী পুরুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী প্রদান করার পর গত শনিবার থেকে দ্বিতীয় দফায় চাল, ডাল, পেয়াজসহ ইত্যাদি পণ্য প্রদান শুরু করা হয়। দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বাঁশি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবর উদ্দিন, সহ সভাপতি ফিরোজ হোসাইন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল আলম মনছুর, সহ সভাপতি মো. ইউনুছ, ইউপি সচিব মো. মহিউদ্দিন, তসলিম উদ্দিন রিংকু।
ফারাজ করিম চৌধুরী :
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জেষ্ঠ্য সন্তান ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সার্বিক ব্যবস্থাপনায় গঠিত ত্রাণ-তহবিলের ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় পশ্চিম গহিরায় এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, কাউন্সিলর আলমগীর আলী, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, আব্দুল্লাহ আল মামুন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মঈনুদ্দিন জামাল চিশতি, আরফানুল ইসলাম, অনিক ভট্টাচার্য, মিজানুর রহমান, ফরহানুল ইসলাম, তামিম সিকদার।
গহিরা আলোকন ক্লাব :
রাউজান গহিরার সামাজিক সংগঠন আলোকন ক্লাবের উদ্যোগে এলাকার শ্রমজীবি কয়েকশ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইফতেখার উদ্দিন দিলু, সংগঠনের সভাপতি এহসান উল্লাহ জাহেদী, নাছির উদ্দীন সিদ্দিকী, আনোয়ার, সুমন, ফোরকান, সিহাব ইমন, ফরহাদ।
সীতাকুন্ড :
সীতাকুন্ডে নোবেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন, অস্বচ্ছল, দুঃস্থ ও অসহায় ঘরে থাকা মানুষের মাঝে সরকারি ও বেসরকারি ত্রান সমাগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে রবিবার সকালেসহ কয়েকধাপে সরকারিভাবে ৩৮ মেট্রিন টন চাল ও এক লক্ষ পচাত্তর হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ সকল খাদ্য সামগ্রী বিতরণে কোন রকম ৯/৬ না হওয়ার জন্য সার্বক্ষনিক উপজেলা প্রশাসনকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন চট্টগ্রাম-৪ আংশিক আকবরশাহ-পাহাড়তলী ও সীতাকুন্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। একইভাবে সার্বিকভাবে সহযেগিতা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন। একইভাবে অসংখ্য প্রতিষ্ঠান ও ব্যাক্তি উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ চলমান রেখেছেন।
রাঙ্গুনিয়া :
চন্দ্রঘোনা সিএনজি চালক সমিতি : রাঙ্গুনিয়া উপজেলা চন্দ্রঘোনা সিএনজি চালক সমিতি গত ৩ এপ্রিল সমিতির লিচুবাগান কার্যালয়ে সমিতির চালক ও দুঃস্থদের ৬শ জনের মাঝে খ্যাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ এয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।
সৈয়দবাড়ি ঐক্য সংঘ :
দিনমজুর সিরাজুল ইসলাম (৫৬)। করোনার প্রভাবে এক সপ্তাহ ধরে কাজে যেতে পারছেন না। আয় নেই, ঘরে জমা টাকাও নেই। ৪ সদস্যের সংসারে কোনো রকমে দুবেলা খাবার জুটছে। এই পর্যন্ত তিনি কোনো সহযোগিতা পাননি। হঠাৎ ত্রাণ পেয়ে খুশি তিনি। তাঁর মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রামের ৮০ পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ তুলে দেন “সৈয়দবাড়ি ঐক্য সংঘ” নামে স্বেচ্ছাসেবী সংগঠনের তরুন সদস্যরা। গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনের ২০ জন সদস্য এই কার্যক্রমটি চালান। ত্রাণ পেয়ে খুশি একই গ্রামের লাকি আকতার (৪৫)।
সাতকানিয়ায় জামাল হোসেন :
গত ৫ এপ্রিল দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপির সিনিয়র নেতা শওকত আলী চৌধুরী, পৌরসভা বিএনপির সিনিয়র সাবেক ছাত্রনেতা এরশাদুল হক চৌধুরী তসলিম, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইলিয়াস আলী, মাদার্শা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদুল হক সিকদার, কেওচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল মোস্তাক, মোহাম্মদ নোমান, আবদুর রহিম মেম্বার, মোরশেদ, জমির উদ্দিন, মোহাম্মদ মোস্তাক, আবুল কালাম, এম সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান, সাবেক ছাত্রনেতা খালেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক ছাত্রনেতা আবুল কাশেম আযাদ, জেলা যুবদল সদস্য মোহাম্মদ শাহজাহান, নেজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, পৌরসভা যুবদল নেতা সেলিম উদ্দিন, মিজানুর রহমান, কাইছার উদ্দিন, ইঞ্জিনিয়ার আজিজুল হক, তৈয়ব উদ্দিন, সাবেক ছাত্রনেতা নুরুল আলম, কামাল উদ্দিন মিজান খান,এম আবির,কামাল উদ্দিন, মোহাম্মদ মামুন, রিদুয়ান উদ্দিন, ছাত্রদলের রুবেল, জিয়াউর রহমান জিয়া, মিশকাত,শাকিল, গিয়াস উদ্দিন প্রমুখ।
মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স :
এক ঝাঁক তরুণ-তরুণী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিয়ে গঠিত অনলাইনভিত্তিক সংগঠন ‘মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স’-এর উদ্যোগে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার হতদরিদ্র ও অসহায়দের মঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, সমাজসেবক এহসান উল্লাহ জাহেদী, গাজী মোহাম্মদ মাঈন উদ্দিন, পরিতোষ শীল, মো. হাবিব, মো. কামরুল। বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন চৌধুরী মো. জামান, মো. শাহাদাৎ হোসেন, মো. ইমতিয়াজুল হক, মো. আবদুল আজিজ, মো. আরিফ আহমেদ, সংগঠনের মডারেটর মো. জুলাল, এস. এন আরিফ, মো. জাহেদ, মো. সাইফুল্লাহ, বৃষ্টি, আরজু, জাহানারা, তাসনিয়া, আয়েশা, জুলি প্রমুখ।
হাটহাজারী
হাটহাজারী থানার ফরহাদাবাদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ ধরনের ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ২ এপ্রিল ফরহাদাবাদ স্কুল মাঠে ইউনিয়েনর নয়টি ওয়ার্ডের ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ ইউনুচ গণি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, উত্তর জেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামরুল হাসান শেয়ান, ফরহাদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহব্বায়ক গিয়াস উদ্দিন, নাজিরহাট কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম তালুকদার, নাজিরহাট কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জানে আলম শেয়ান। উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, নাছির উদ্দীন মন্টু, আলাউদ্দীন মাহমুদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুর মেম্বার, সম্পাদক হাবিবুর রশিদ টিটু, সুমন, পিয়াস, রাশেদ, কাজী সোহেল, হিরু, মাসুদ রানা, মোজাম্মেল, কায়েস, বাপ্পু, মাসুদ করিম, হামিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদ, জালাল উদ্দীন, জাহেদ, রিফাজ প্রমুখ।
উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ :
গত ৫ এপ্রিল ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। তিনি সকলকে এ দুর্যোগে সময় গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান। চেয়ারম্যান মনজুর হোসেন মাসুদ বলেন, এ খাদ্য বিতরণ কাজে দুবাই প্রবাসী সানাউল্লাহ চৌধুরীসহ নাম প্রকাশে অনিচ্ছুক সমাজসেবক যারা সহযোগিতা করেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। উপস্থিত ছিলেন জালাল উদ্দিন তালুকদার, আমিনুল হক, বাদশা মিয়া, মাস্টার লোকমান, নজরুল ইসলাম, আবদুল্লাহ চৌধুরী, মুজিবুর দৌলত চৌধুরী, সায়েম উদ্দিন, জামশেদ উদ্দিন, জাহেদ উল্লাহ, এরশাদ উল্লাহ, মো. হানিফ মোখতার হোসেন, কাজী হারুন, রবিউল হোসেন, কাজী আবু তালেব, নাহেদ তালুকদার, নাছের উল্লাহ, ডলি আকতার।
লামা
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের :
প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে বান্দরবানের লামা উপজেলাকে ‘লক ডাউন’ করে দেয় স্থানীয় প্রশাসন। এতে গৃহবন্দি হয়ে পড়ে চরম দুর্ভোগে পড়েন উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের খেটে খাওয়া মানুষগুলো। ঠিক তখনিই এসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সরকারের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদও করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগে নেয়। শনিবার পর্যন্ত দেয়া হয়, উপজেলার খেটে খাওয়া ৬৩ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি আলু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিপলেট। নির্দিষ্ট দূরুত্ব বজায় রেখে এ ত্রাণ দেয়া হয়। গত ১ এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রকাশ্যে ও গোপনে এ ত্রাণ বিতরণ করে আসছেন। ত্রাণ বিতরণকালে পরিষদের পৌরসভা কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক সুলতান আকবর মোমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণের সত্যতা নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা মো. কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে লক ডাউন মেনে চলার পাশাপাশি জন সমাবেশ এড়িয়ে চলাসহ স্বাস্থ্য সম্মত পরামর্শ মেনে চলতে বলা হচ্ছে।
ইমারজেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন :
বান্দরবানের লামা উপজেলায় কভিড-১৯ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে ইমারজেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন। নিজস্ব অর্থায়নে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর অসহায় ও দু:স্থ ম্রো, চাকমা ও মারমা সম্প্রদায়ের ৭০ পরিবারে মাঝে ত্রান দিয়ে সহায়তা করে সংস্থাটি। শনিবার পাওমুম থারকালা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারি শিক্ষক উথোয়াই মারমা’র নেতৃত্বে ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি থংওয়ই পাড়া, কালাবর পাড়া, ময়ূর পাড়া, চংকক পাড়া, পুরাতন আলট পাড়া, রেংওয়ই পাড়া, আলট পাড়া, বোচা পাড়া, হ্লাপজাই পাড়া, অংছাচিং পাড়ার ৭০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহধর্মীণী ক্রাচিংপ্রু মারমা, ওয়ার্ড সদস্য নিপিউ ম্রো, কালা বড় ম্রো পাড়া কারবারি চংকট ম্রো, সাদ্দাম হোসেন রাকিব, সহকারি শিক্ষক বাছিং মারমা, উসাইমং মারমা, উকাইসাং মারমা, মংয়ইসাই মারমা, সিংহ্লাথোয়াই মারমা, উহ্লাসাই মারমা, হ্লাশৈমং মরমা, এখ্যাইমং মারমা, চাইথোয়াই মারমা, মংথোয়াইয়ই মারমাসহ প্রমুখ।
পটিয়া
কোলাগাঁও :
পটিয়ার কোলাগাঁওয়ে ক্লিন বাংলাদেশ ও হাজী আনু মিয়া ডিলার ফাউন্ডেশনের যৌথউদ্যোগে দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্লিন বাংলাদেশ’এর উদ্যোগে ৫০ পরিবার ও হাজী আনু মিয়া ডিলার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০ পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সাবেক চেয়ারম্যান নাছির আহমদ, দক্ষিণ জেলা যুবলীগের কার্য নির্বাহী সদস্য ও হাজী আনু মিয়া ডিলার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ রহিম, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খলিল আহমদ, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মেম্বার, সাধারণ সম্পাদক বদি উল আলম তুষার, সহ-সভাপতি হাজি ওসমান গনি, তপন চৌধুরী, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাজি মাহাবুবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেলাল, ক্লিন বাংলাদেশ সদস্যদের মধ্যে মনিটরিং লিডার মোবারক হোসেন রনি প্রমুখ।