করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ হাসপাতাল সেবায় হতে পারে যুগোপযোগী পদক্ষেপ

77

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে মানব জাতি আজ হুমকির মুখে। ছোট একটি অনুজীব উন্নত রাষ্ট্রগুলোকে বিপর্যস্ত করেছে ইতিমধ্যে। বাংলাদেশেও এই অনুজীবটির কালো থাবা পড়েছে। কিন্তু প্রথম অবস্থা থেকে সরকার করোনা ভাইরাস প্রতিরোধে নানামুখী উদ্যোগ নেওয়ার কারণে দেশবাসী এখনো বড় ধরণের সংকটের মুখে পড়েনি। তবে দিন যতই যাচ্ছে পরিস্থিতি ভয়বহ রূপ নিতে শুরু করছে যার প্রধান কারণ ধরা যায় কিছু মানুষের অসচেতনতা, অসাবধানতা, গুরুত্বহীনতার সাথে সামাজিক দুরুত্ব মেনে না চলা। প্রতিদিন প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, সরকারী মন্ত্রণালয়, স্বশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিরা সামাজিক দুরুত্বের বিষয়টি গুরুত্ব না দেওয়া মানুষগুলোকে বারবার বুঝানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কে শুনে কার কথা- দেশের প্রতিটি স্থানে দিনের আলোতে এসব মানুষগুলো দৃশ্য দেখলে মনে পরে যায় ছোটবেলার সেই চোর-পুলিশী খেলার কথা। আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ির সাইরেনের আওয়াজ শুনলো তো মুহুর্তেই সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে জাদুকরের মতো আবার যেই আইন-শৃঙ্খলা বাহিনী চলে গেলো আবার অবাধে রাস্তায় অলিতে গলিতে আড্ডা, অকারণে ঘুড়াঘুরি শুরু হয়ে যায়।
ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় রাস্তা, ফুটপাত, অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে বাজার বসা বন্ধ ঘোষাণার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রামমাণ হাসপাতাল সেবা, নিদিষ্ট স্কুল, কলেজ, খেলার মাঠে সপ্তাহিক বাজার ব্যবস্থার চালু হয়েছে। যেটা বিভিন্ন বাজারে, অলিতে গলিতে, তাৎক্ষনিকভাবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উপস্থিত মানুষেরগুলোর মধ্যে করোনা ভাইরাস সংক্রমনের লক্ষণ আছে কিনা যাচাইয়ের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করছেন। ঠিক সেভাবে চট্টগ্রামও নিদিষ্ট স্থানে সাপ্তাহিক বাজার স্থানান্তরসহ ভ্রামমাণ হাসপাতাল সেবাটি চালু করা হোক। ভ্রামমান হাসপাতাল সেবায় হতে পারে বর্তমান সংকটকালীন সময়ের জন্য করোনা ভাইরাস প্রতিরোধে যুগোপযোগী পদক্ষেপ এতে করে সংক্রমিত রোগীকে দ্রুুত শনাক্ত করা যাবে, মানুষের মাঝেও সামাজিক দুরত্বের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা যাবে এবং সুস্থ ব্যক্তিদের আলাদা করা সম্ভব হবে।
শিক্ষক সুমন চৌধুরী
বোয়ালখালী, চট্টগ্রাম।