করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২৫ হাসপাতাল প্রস্তুত রেখেছে সৌদি

34

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২৫টি হাসপাতালকে প্রস্তুত রেখেছে সৌদি আরব। লোকজন আক্রান্ত হলে তাদের এসব হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেলআলী।
তিনি জানান, আক্রান্ত রোগীদের আলাদা করে রাখারা জন্য হাসপাতালগুলোর দুই হাজার ২০০টি বেড প্রস্তুত রয়েছে। ভাইরাস মোকাবিলায় প্রাক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিদেশিদের ওমরাহ পালনের অধিকারও স্থগিত রাখা হয়েছে। মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনাতেও প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। পর্যটন ভিসা থাকলেও করোনা ভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদিতে ঢুকতে না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।