করোনা ভাইরাস ঠিক কতটা প্রাণঘাতী?

23

চীনের উহানে আবির্ভাবের সাত মাসের মধ্যেই নতুন করোনা ভাইরাস বিশ্বজুড়ে সোয়া ৫ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা পেরিয়ে গেছে এক কোটি ১০ লাখ। আক্রান্ত-মৃত্যুর মিছিল প্রতিদিনই লম্বা হচ্ছে। অথচ সাত মাসেও বিজ্ঞানীরা নতুন এ ভাইরাস ঠিক কতটা প্রাণঘাতী, তার কোনো ক‚লকিনারাই করতে পারেননি। নিউইয়র্ক টাইমস বলছে, কোভিড-১৯ এ আক্রান্ত প্রতি ১০০ জনে সর্বোচ্চ কতজনের মৃত্যু হতে পারে, মহামারীর অন্যতম বড় এ জিজ্ঞাসার সঠিক জবাব মিলছে না।
সংক্রমণ অনুপাতে মৃত্যুর একটি সুনির্দিষ্ট মূল্যায়ন থাকলে- ভাইরাসটি নিয়ন্ত্রণছাড়া হলে, কত প্রাণহানি হতে পারে বিশ্বের দেশগুলো সে সম্বন্ধে একটি ধারণা পেত।
ব্রাজিল, নাইজেরিয়া ও ভারতের মতো জনসংখ্যার ঘনত্ব বেশি এমন দেশগুলোতে করোনা ভাইরাস ছড়ালে কী হতে পারে সে সম্বন্ধে স্বাস্থ্য কর্মকর্তারাও খানিকটা প্রস্তুত থাকতে পারতেন। হাম ও ম্যালেরিয়ার বিরুদ্ধে ধারাবাহিক লড়াইরত দরিদ্র দেশগুলোর বাজেট বরাদ্দের অগ্রাধিকার ঠিক করতে সুবিধা হত। হামের টিকা, মশারি নাকি ভেন্টিলেটর- কোনটার পেছনে বেশি অর্থ বরাদ্দ দেয়া দরকার কর্মকর্তারা তা ঠিক করতে পারতেন।
গত মাসে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রকাশিত এক তথ্য করোনা ভাইরাস আদতে কতটা প্রাণঘাতী এ জিজ্ঞাসাকে আরও জটিল করে তুলেছে।
সিডিসির তথ্যে ইঙ্গিত দেয়া হয়, যুক্তরাষ্ট্রে সরকারি হিসাবে যুক্ত হওয়া প্রতি একজন কোভিড-১৯ রোগীর বিপরীতে নথিভুক্ত হননি এমন উপসর্গবিহীন কিংবা মৃদু উপসর্গধারী আরও ১০ রোগী বাইরে ঘুরে বেড়াচ্ছে।
বিশ্বের এক হাজার ৩০০ বিজ্ঞানীর সঙ্গে অনলাইনে দুইদিনের বৈঠক শেষে গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন জানান, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত প্রতি ১০০ জনে মৃত্যুর হার ০.৬ বলেই একমত হয়েছেন তারা। এর অর্থ হচ্ছে- করোনা ভাইরাসে মৃত্যুর হার ১ শতাংশেরও কম।
এটা শুনতে ভালো শোনা গেলেও সৌম্য যে হিসাবের দিকে দৃষ্টি দেননি, তা হলো বিশ্বের মোট জনসংখ্যার ০.৬ শতাংশ হচ্ছে ৪ কোটি ৭০ লাখ। এত পরিমাণ মৃত্যু হতে হলে অবশ্য সবাইকে নতুন এ করোনা ভাইরাসে আক্রান্ত হতে হবে।
এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত জ্ঞাত রোগীর তুলনায় মৃত্যুর হার একেক দেশে একেক রকম দেখা যাচ্ছে। যেসব দেশে ভাইরাসটি তুলনামূলক বেশিদিন অবস্থান করছে, সেসব দেশে সংক্রমণ অনুপাতে মৃত্যুর হারও বেশিই হচ্ছে। গত শুক্রবার পর্যন্ত চীনে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯০ হাজার ২৯৪ এবং মৃত্যু ৪ হাজার ৫৩৪ বলে নিউইয়র্ক টাইমসের তথ্যে দেখা যাচ্ছে যে দেশটিতে রোগী অনুপাতে মৃত্যুর হার ৫ শতাংশ।