করোনা টিকা: ৮ মাসে ৩০০ মিলিয়ন ডোজ তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র

44

আগামী আট মাসের মধ্যেই নভেল করোনা ভাইরাসের টিকার ৩০০ মিলিয়ন ডোজ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র প্রকল্পটির নাম দিয়েছে ‘অপারেশন ওয়ার্প স্পিড’। টিকা আবিষ্কারের পর তা মানবদেহে প্রয়োগের উপযুক্ত করতে যেখানে পাঁচ বছরের মতো সময় লাগে, সেখানে এই মহামারি রুখতে বিজ্ঞানীরা ১২ থেকে ১৮ মাস সময় চাচ্ছেন। কিন্তু দিন দিন আক্রান্ত সংখ্যা লাগামহীনভাবে বেড়ে চলায় উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন সেটাকে আট মাসের মধ্যেই নামিয়ে এনেছে। এজন্য মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয়ও করছে দেশটি। অপারেশন ওয়ার্প স্পিডের কর্মকর্তারা গণমাধ্যমে বলছেন, এটি সফল না হলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে। তবে এই ঝুঁকি নেওয়া ছাড়া এখন আর কোনো পথও নেই।বেসরকারি ওষুধ কোম্পানি, মার্কিন সরকার ও দেশটির সামরিক বাহিনী যৌথভাবে পরিচালনা করছে অপারেশন ওয়ার্প স্পিড। ট্রাম্পের চিকিৎসা উপদেষ্টা সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি কয়েকদিন আগেও বারবার বলেছেন টিকা তৈরির জন্য অন্তত ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। এখন তিনিও বলছেন, ২০২১ সালের জানুয়ারির মধ্যেই কয়েক মিলিয়ন ডোজ টিকা তৈরির একটি বিরাট সম্ভাবনা রয়েছে।
কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যাকসিন তৈরির আদর্শ সময়কে ভুলে গিয়ে দ্রæত গতিতে বাজারে আনার জন্য তাগাদা দিয়েছেন।