করোনা আতঙ্ক মোদির ব্রাসেলস সফর বাতিল

21

করোনা আতঙ্কে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতরে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। এই বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির ব্রাসেলস সফর বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে। হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ২৩ মার্চ পর্যন্ত ইইউ সদর দফতরে কোনও বৈঠক আয়োজন করা হবে না। দেশটির পার্লামেন্টব্রাসেলসের বেশিরভাগ সরকারি অফিসের ভেতরে ও বাইরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানুষকে যত বেশি সম্ভব বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র সঙ্গে বৈঠক ছিল ভারতের। সেই বৈঠকেই যোগ দিতে যাওয়ার কথা ছিল মোদির। কিন্তু তা বাতিল করা হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বৃহস্পতিবার বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে বিদেশ সফরে যাওয়া উচিত নয় বলেই মনে করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মুহূর্তে এই বৈঠক হচ্ছে না। পরবর্তীতে আলোচনার মাধ্যমে অন্য কোনও তারিখ ঠিক করা হবে বৈঠকের জন্য।”