করোনা আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

23

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে করোনা আক্রান্ত রোগীসহ বিভিন্ন রোগের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু করা হয়েছে মরিয়মনগর কাটাখালী প্রাইমারি হেলথকেয়ার সেন্টার। স্থানীয় মো. হাফেজ উদ্দিনের উদ্যোগে ও এলাকাবাসীর সহায়তায় এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করা হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীসহ বিভিন্ন রোগের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এছাড়া জরুরি রোগীদের বিনামূল্যে অক্সিজেন, নেবুলেজার সার্ভিস সহ রাখা হয়েছে ৫ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য সুবিধা। যেখান থেকে সার্বক্ষনিক রোগীদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২ জুলাই মরিয়মনগর কাটাখালী প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইছমাইল হোসাইন। জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, স্থানীয় মো. ইদ্রিছ, আবু বক্কর, হাফেজ উদ্দিন প্রমুখ। সংশ্লিষ্টরা জানায়, এই স্বাস্থ্যকেন্দ্রে সার্বক্ষনিক চিকিৎসা সহায়তা দেবেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ও স্থানীয় মরিয়মনগর এলাকার কৃতি সন্তান ডা. মুহাম্মদ ইছমাইল হোসাইন ও রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী আবু বক্কর। এছাড়া সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক এই স্বাস্থ্যকেন্দ্রে সেবা দেবেন বলে জানা যায়। বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার, নেবুলেজার, প্রেশার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নির্ণয় যন্ত্র এই স্বাস্থ্যকেন্দ্রে সংযোজন করা হয়েছে। দিনরাত ২৪ ঘন্টা খোলা রেখে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।