করোনা আক্রান্ত চবি উপাচার্য

42

মেয়ে ও তিন নাতনি সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য শিরীণ আখতার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উপাচার্য ছাড়াও তার মেয়ে এবং তিন নাতনিসহ বাসার আরও ছয়জন আক্রান্ত হয়েছেন।
রাতে উপাচার্য নিজেই জানান, শনিবার পাওয়া নমুনা পরীক্ষার ফলে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
‘এখন ক্যাম্পাসের বাসাতেই আছি। জ্বর ও কাশি আছে। এছাড়া আর কোনো গুরুতর সমস্যা নেই।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এম মনিরুল হাসান বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে উপাচার্যের বাসার ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে সাত জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে।
‘ম্যাডাম, উনার মেয়ে এবং তিন নাতনির কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাছাড়া উপাচার্য বাসভবনের দুই কেয়ারটেকারের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সবাই সেখানে থেকেই চিকিৎসা নিচ্ছেন।’
শিরীণ আখতার মহামারীর প্রথম থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
৪ জুলাই ১৩ কর্মচারী, কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে ১৪ দিনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লকডাউন করা হয়।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। খবর বিডিনিউজের